Wednesday, November 5, 2025

ভুয়ো কলসেন্টার চক্রের পাণ্ডা ধৃত কুণালের ১৫০ কোটির সম্পত্তির হদিশ !

Date:

কলকাতায় কলসেন্টার চক্রের পাণ্ডা কুণাল গুপ্তর সম্পত্তির বহর দেখে চক্ষু চড়কগাছ ইডি আধিকারিকদের। স্থাবর-অস্থাবর মিলিয়ে প্রায় ১৫০ কোটির সম্পত্তির হদিশ পেয়েছেন তারা। কুণালের বাড়ি, অফিস-সহ ১০ জায়গায় তল্লাশি চালানো হয়। সেখানেই মেলে এই তথ্য। হাজার হাজার কোটি টাকার প্রতারণা মামলায় অভিযুক্ত কলসেন্টার চক্রের এই কিংপিন। লুঠের টাকা বিদেশেও পাচার করা হত বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানা ও বিধাননগর সাইবার ক্রাইম থানায় কুণালের বিরুদ্ধে দু’টি অভিযোগ রয়েছে।শুধুমাত্র তাই নয়, ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানায় তার বিরুদ্ধে যে অভিযোগ জমা পড়ে তার ভিত্তিতে কুণালের বিরুদ্ধে আগেই জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে বিধাননগর মহকুমা আদালত। কিন্তু তার পরও পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। যদিও  শুক্রবার নিজেই সিজিও কমপ্লেক্সে হাজির হন কুণাল। আদালতের নোটিশ দেখিয়ে দাবি করেন, তাঁকে কলকাতা হাইকোর্টে হাজিরা দিতে হবে। সেই  কারণে ইডি দফতরে তার পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়। কিন্তু পরে আদালত থেক জানা যায়, এমন কোনও নির্দেশ দেওয়াই হয়নি।

কুণাল ইডি-র দফতরে গিয়েছেন শুনে সিজিও কমপ্লেক্স  ঘিরে ফেলেন বিধাননগর পুলিশের আধিকারিকরা। দীর্ঘ অপেক্ষার পর রাত ২টো নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বের হন কুণাল। তাকে গ্রেফতার করেন বিধাননগর পুলিশের আধিকারিকরা। তদন্তে উঠে এসেছে, কুণাল দীর্ঘদিন ধরেই দুবাইতে ছিল। সেখানে তার একাধিক বাড়ি, প্রচুর সম্পত্তি রয়েছে। সল্টলেকের সেক্টর ফাইভের বেঙ্গল ইন্টেলিজেন্স পার্কের ১৩ তলায় বিনীত টেকনোলজিস্ট প্রাইভেট লিমিটেড নামে একটি কলসেন্টার চালায় কুণাল। সেখানেই হানা দিয়ে প্রতারণা চক্রের হদিশ পান তদন্তকারীরা। এরপর বিধাননগরের একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে একের পর এক ভুয়ো কলসেন্টারের খোঁজ পাওয়া যায়।

কিন্তু কীভাবে প্রতারণা করতেন কুণাল ? তদন্তকারীদের দাবি, বিদেশি নাগরিকদের টেক সাপোর্ট দেওয়ার নামে প্রতারণা করা হত ওই কলসেন্টারগুলোতে।এই চক্রের সঙ্গে আন্তর্জাতিক প্রতারণা চক্রের যোগ আছে বলে অনুমান তদন্তকারীদের।সেই বিষয়টিও খতিয়ে দেখছেন তারা।

 

 

 

Related articles

অবাধে কাজ করছে BLO-রা, কমিশনের ব্যাখ্যার পরেও কুৎসা! জবাব তৃণমূলের

অতি দ্রুত এসআইআর প্রক্রিয়া শুরু। একাধিক সমস্যার মধ্যেও সক্রিয়ভাবে যোগদান বিএলও-দের। বাড়ি বাড়ি ফর্ম ফিলাপের (form fill up)...

মদনমোহন মন্দিরে রাস উৎসবের সূচনা, ভক্তদের ভিড়ে মুখর কোচবিহার

রাজআমলের প্রথা মেনে কোচবিহারের মদনমোহন মন্দিরে শুরু হল রাস উৎসব। এদিন সন্ধ্যায় দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি ও কোচবিহারের...

বিজেপির এসআইআর ষড়যন্ত্র: ব্য়র্থ করে দিতে স্লোগান মুখ্যমন্ত্রীর

বাংলায় হালে পানি পাচ্ছে না বিজেপি। ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির ‘আবকি বার ৪০০ পারে’র প্রচার মুখ থুবড়ে পড়েছে।...

সেটে গুরুতর অসুস্থ জিতু! ভর্তি হাসপাতালে

আচমকা শুটিং সেটে গুরুতর অসুস্থ অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। বুধবার, 'এরাও মানুষ'-এর সেটে আচমকাই বুকে ব্যথা অনুভূব...
Exit mobile version