Friday, July 4, 2025

‘নির্লজ্জ সেলিম-অধীর আসলে বিজেপির দালাল’! পদক্ষেপ নিক দিল্লি নেতৃত্ব, দাবি কুণালের

Date:

মুম্বইতে যখন নরেন্দ্র মোদি তথা বিজেপি বিরোধী INDIA জোট গুরুত্বপূর্ণ তৃতীয় বৈঠকে মিলিত হয়েছে, ঠিক সেই সময় ধূপগুড়ি উপনির্বাচনে বামফ্রন্ট প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে মঞ্চ আলো করে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের পাশে বসে আছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এখানেই শেষ নয়, সিপিএম প্রার্থীর সমর্থনে প্রচার করতে এসে মহম্মদ সেলিমের মতোই বিজেপিকে ছেড়ে তৃণমূলকে নিশানা করেন অধীর। যা অত্যন্ত দুর্ভাগ্যজনক শুধু নয়, আপত্তিকর বলে মন্তব্য করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। এদিন তিনি মহম্মদ সেলিম ও অধীর চৌধুরীকে
বিজেপির-বি টিম ও দালাল বলে মন্তব্য করেন।

কুণাল ঘোষ বলেন, ‘মুম্বইতে INDIA জোটের বৈঠক চলছে। যেখানে মধ্যমণি মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন সর্বভারতীয় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। রয়েছেন জাতীয় রাজনীতির বর্ষীয়ান মুখ শারদ পাওয়ার, নীতিশ কুমার, লালুপ্রসাদ যাদব। এছাড়াও গোটা দেশের অবিজেপি দলগুলির শীর্ষ নেতৃত্ব। সীতারাম ইয়েচুরিই রয়েছেন। যখন ভারতকে বিজেপি মুক্ত করার শপথ নিয়ে INDIA জোট লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে তখন ধূপগুড়িতে কুৎসিত ভাষায় তৃণমূলকে আক্রমণ করছে বাংলার একাংশের কংগ্রেস ও সিপিএম নেতারা। যারা শূন্য, যাদের বাংলার মানুষের কাছে কোনও গ্রহণযোগ্যতা নেই, তারা তৃণমুলের নামে কুৎসা করে বিজেপির হাত শক্ত করছে। এই অধীর চৌধুরী, মহম্মদ সেলিমরার আসলে বিজেপির এজেন্ট। বিজেপির দালালি করছে।’

কুণালের আরও সংযোজন, ‘দ্বিচারিতার জ্বলন্ত প্রতীক।
মুম্বইতে বিজেপির বিরুদ্ধে INDIA জোটের বৈঠকে কংগ্রেস, তৃণমূল, আরজেডিসহ বিভিন্ন দলের শীর্ষনেতাদের সঙ্গে সিপিএমের সীতারাম ইয়েচুরি। একই সময়ে বাংলার ধূপগুড়িতে বিজেপিকে খুশি করতে ভোট ভাগের সভায় তৃণমূলকে আক্রমণে সিপিএমের মহম্মদ সেলিম। পাশে অধীর চৌধুরী। বিজেপির দালাল।’

সিপিএম ও কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্বের দৃষ্টিও আকর্ষণ করেন কুণাল। তাঁর দাবি, গোটা দেশে যখন বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুতি চলছে তখন নির্লজ্জ সেলিম, অধীররা বাংলায় উল্টোপথে হাঁটছেন। দুই দলের শীর্ষ নেতৃত্বর বিষয়টি দেখে অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত।

 

 

 

 

Related articles

গিলের চওড়া ব্যাটে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

শুভমন গিলের (Shubman Gill) অধিনায়কোচিতো ইনিংস। আর তাতেই রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে (Edgebaston) ইতিহাস লিখেছেন...

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...
Exit mobile version