Saturday, January 10, 2026

লক্ষ্য রাজ্যে লগ্নি টানা, স্পেন সফরে বাংলার মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী মহারাজ!

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্যে বিদেশি লগ্নি টানতে স্পেন ও দুবাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ১২ থেকে ২৩ সেপ্টেম্বর- ১১ দিনের সফরে স্পেনের পাশাপাশি দুবাইয়েও যেতে পারেন মমতা। বৃহস্পতিবার এই খবর সামনে আসার পরে এবার জানা গেল, স্পেনে মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন খোদ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

লক্ষ্য BGBS-এ লগ্নি টানা। সেই কারণে মমতার এই বিদেশ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেপ্টেম্বরের ১২ তারিখ সফর শুরু। দুবাইতে ২ থেকে ৩দিন থাকতে পারেন মুখ্যমন্ত্রী। সেখানকার বণিক মহলের সঙ্গে আলোচনার পাশাপাশি স্পেনে ৫-৬ দিনের কর্মসূচি রয়েছে। স্পেনে অনাবাসী ভারতীয় শিল্পপতিদের সঙ্গে দেখা করবেন মমতা। আলোচনা করবেন সেখানকার বণিক মহলগুলির সঙ্গে। সূত্রের খবর, স্পেনের বার্সেলোনায় মুখ্যমন্ত্রীর এই সফরে শামিল হতে চলেছেন মহারাজ। রাজনীতি থেকে বরাবরই দূরত্ব বজায় রাখেন সৌরভ। ২০২১-এর নির্বাচনের আগে তাঁক দলে টানতে বহু চেষ্টা করেছে গেরুয়া শিবির। বাংলার দাদাকেই বাংলার দিদির বিরুদ্ধে মুখ করে ভোটের ময়দানে নামার চেষ্টা করেছিল বিজেপি। কিন্তু সৌরভ সে পথে হাঁটেননি। তবে এইবার রাজনীতি নয়, বাংলায় শিল্প আসুক চান সৌরভও। সেই কারণেই মমতার সফরসঙ্গী হতে চলেছেন তিনি। এই মুহূর্তে লন্ডনে রয়েছেন সৌরভ। সেখানে মেয়ে সানার সমাবর্তন অনুষ্ঠানে থাকবেন গর্বিত বাবা। তারপরেই স্পেনে মুখ্যমন্ত্রীর সফরে যোগ দেবেন তিনি।

আগামী বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট (BGBS) তথা বাণিজ্য সম্মেলনের জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সেখানে লগ্নি টানাই মুখ্যমন্ত্রীর এই সফরের মূল উদ্দেশ্য। এই সফরে বাংলার শিল্প ও বাণিজ্য মহলের প্রতিনিধি দল সামিল হতে পারেন। থাকার কথা মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও শিল্প দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের।

এর আগে একবার চিন ও শিকাগো – দুজায়গায় বাংলার মুখ্যমন্ত্রীর সফরে যাওয়ার দেয়নি বিদেশ মন্ত্রক। এবারের সফর নিয়েও দু’বার আপত্তি জানায় কেন্দ্র। অবশেষে অনুমতি মিলেছে। ২১-এর বিধানসভা নির্বাচনের আগে থেকেই রাজ্যে শিল্পায়নে তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মসংস্থানে নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলায় বিনিয়োগ টানতে ফের বিদেশ সফরে যাচ্ছেন তিনি। নবান্ন সূত্রে খবর, অনাবাসী ভারতীয় শিল্পপতি ও সেখানকার বণিক মহলকে বাংলায় আমন্ত্রণ জানাবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, বাংলা খনিজ ভাণ্ডারের বিষয়টিও সেখানকার বণিক মহলের সামনে তুলে ধরতে পারেন মমতা।

 

 

 

 

 

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...