Thursday, November 13, 2025

প্রাক্পুজো প্রস্তুতিতে রাজ্যজুড়ে লোডশেডিং-এর সমস্যা, দ্রুত সমাধানের আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর

Date:

বর্ষার মধ্যেও ভ্যাপসা গরম। আর ভাদ্রের পচা গরমের সঙ্গে পাল্লা দিয়ে লোডশেডিং (Load shedding)। হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখা দিচ্ছে। এই বিষয়কে ইস্যু করে ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। তবে, বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas) জানান, পুজোর আগে বিভিন্ন লাইন ও ট্রান্সফর্মার পরিবর্তনের জেরেই এই ভোগান্তি। দ্রুত সমাধানের আশ্বাস মন্ত্রীর। আর বিরোধীরা সঠিক তথ্য দিয়ে অপপ্রচার চালিয়ে রাজনীতি করতে চাইছে বলে অভিযোগ অরূপের।

বাঁকুড়ায় ভ্যাপসা গরমে দোসর দফায় দফায় লোডশেডিং। গত বৃহস্পতিবার রাত থেকেই এই পরিস্থিতি। শুক্রবারও প্রতি দফায় প্রায় এক থেকে দেড় ঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন থাকছে। হুগলিতেও একই ছবি। মধ্যরাতেও লোডশেডিংয়ে জেরবার জেলার মানুষ। ক্রমশ বাড়ছে মোমবাতির চাহিদা। বর্ধমান, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, বীরভূম— একই ছবি সর্বত্র। উত্তরবঙ্গও লোডশেডিং সমস্যা থেকেও ছাড় পাচ্ছে না। দুই দিনাজপুর, জলপাইগুড়ি, মালদহ-সহ উত্তরের জেলাতেও দফায় দফায় লোডশেডিং।

কেন এই পরিস্থিতি? বিদ্যুৎ দফতর সূত্রে খবর, ১১০০ মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি চলছে। মূলে কয়লার জোগানের সমস্যা যেমন রয়েছে, তেমনই আছে উৎপাদনে ঘাটতি। শনিবার থেকে অবস্থার কিছুটা উন্নতি হওয়ার সম্ভবনা থাকলে, সমস্যা পুরোপুরি মিটছে না। এই সমস্যা সারা রাজ্যের বলে মত রাজ্য বিদ্যুৎ পর্ষদের আধিকারিকদের। গরমে এসি এবং ফ্রিজের ব্যবহার বেড়ে যাওয়ায় কারণেই ঘাটতি। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলেই আশা তাঁদের। বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘‘প্রতি বছরের মতো প্রাকপুজো প্রস্তুতি চলেছ। বিদ্যুতের তার, ট্রান্সফর্মার ইত্যাদি পাল্টানো হচ্ছে।’’ দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশ্বাস মন্ত্রীর।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version