Saturday, May 3, 2025

ভিস্তারার সঙ্গে জুড়তে চলেছে এয়ার ইন্ডিয়া, মিললো সবুজ সংকেত

Date:

এয়ার ইন্ডিয়া(Air India) বেসরকারিকরণ আগেই করেছে কেন্দ্রের মোদি সরকার। এবার দেশের অন্যতম বড় এই বিমান সংস্থার সঙ্গে জুড়তে চলেছে আর এক বেসরকারি বিমান সংস্থা ভিস্তারা(vistara)। শুক্রবারই এ বিষয়ে সবুজ সংকেত দিয়েছে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া(CCI)। স্বাভাবিকভাবেই এই পদক্ষেপ দেশের উড়ানের ইতিহাসের অন্যতম বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। পাশাপাশি মনে করা হচ্ছে এই সিদ্ধান্তের জেরে এক ধাক্কায় অনেকখানি ভাড়া বাড়বে এয়ার ইন্ডিয়ার।

এই সুংযুক্তিকরণের কথা তুলে ধরে সিসিআইয়ের তরফে জানানো হয়, টাটার মালিকানাধীন বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার (Air India) সঙ্গে হাত মেলাচ্ছে ভিস্তারা। SIA Airlines-এর সঙ্গে সংযুক্তি ঘটছে টাটা সনসের। বর্তমানে ভিস্তারা সংস্থার ৫১ শতাংশ শেয়ার রয়েছে টাটাদের হাতে। বাকি ৮৯ শতাংশের অংশীদার সিঙ্গাপুর এয়ার লাইন্স। ভিস্তারা এবং এয়ার ইন্ডিয়া মিশে যাওয়ার অর্থ সিঙ্গাপুরের হাতে থাকবে ২৫.১ শতাংশ। এই সংযুক্তিকরণের ফলে বিপুল বিনিয়োগ হতে পারে বলেও মনে করা হচ্ছে। ভিস্তারার সিইও বিনোদ কান্নান এর আগে জানিয়েছিলেন, এয়ার ইন্ডিয়ার মতো সংস্থার উপর তাঁদের পূর্ণ আস্থা রয়েছে। এই সংযুক্তিকরণে ভিস্তারার থেকে সাধারণ মানুষ যা প্রত্যাশা করেন, সেই পরিষেবাই পাবেন।

উল্লেখ্য, চলতি বছর এপ্রিল মাসেই সিঙ্গাপুর এয়ার লাইন্সের সঙ্গে টাটার সংস্থার গাঁটছড়া বাঁধার অনুমতি চেয়ে সিসিআইয়ের কাছে আবেদন জানানো হয়েছিল। অবশেষে মিলল সেই অনুমতি। যদিও এই পদক্ষেপের জেরে বিশেষজ্ঞ মহলের অনুমান, দুই বিমান সংস্থা গাঁটছড়া বাধার জেরে ভিস্তারের সঙ্গে তাল মিলিয়ে এয়ার ইন্ডিয়ার বিমান ভাড়া বাড়তে পারে অনেকটাই।

Related articles

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...

বেলগাছিয়ায় ভাগাড় ধসে নিকাশি বিপর্যয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু কেএমডিএ-র 

হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে মার্চের শেষের দিকে ঘটে যাওয়া ধসের পর পার্শ্ববর্তী ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে...

ইস্তফা দেওয়ার পরই বিস্ফোরক টুটু

মোহনবাগানের নির্বাচনে(Mohunbagan Election) সৃঞ্জয় বোসের(Srinjoy Bose) হয়েই এবার প্রচারে টুটু বোস(Tutu Bose)। পরিবারে ভাঙনের অভিযোগ থেকে লোভ, মোহন...

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...
Exit mobile version