Thursday, November 13, 2025

ভিস্তারার সঙ্গে জুড়তে চলেছে এয়ার ইন্ডিয়া, মিললো সবুজ সংকেত

Date:

এয়ার ইন্ডিয়া(Air India) বেসরকারিকরণ আগেই করেছে কেন্দ্রের মোদি সরকার। এবার দেশের অন্যতম বড় এই বিমান সংস্থার সঙ্গে জুড়তে চলেছে আর এক বেসরকারি বিমান সংস্থা ভিস্তারা(vistara)। শুক্রবারই এ বিষয়ে সবুজ সংকেত দিয়েছে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া(CCI)। স্বাভাবিকভাবেই এই পদক্ষেপ দেশের উড়ানের ইতিহাসের অন্যতম বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। পাশাপাশি মনে করা হচ্ছে এই সিদ্ধান্তের জেরে এক ধাক্কায় অনেকখানি ভাড়া বাড়বে এয়ার ইন্ডিয়ার।

এই সুংযুক্তিকরণের কথা তুলে ধরে সিসিআইয়ের তরফে জানানো হয়, টাটার মালিকানাধীন বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার (Air India) সঙ্গে হাত মেলাচ্ছে ভিস্তারা। SIA Airlines-এর সঙ্গে সংযুক্তি ঘটছে টাটা সনসের। বর্তমানে ভিস্তারা সংস্থার ৫১ শতাংশ শেয়ার রয়েছে টাটাদের হাতে। বাকি ৮৯ শতাংশের অংশীদার সিঙ্গাপুর এয়ার লাইন্স। ভিস্তারা এবং এয়ার ইন্ডিয়া মিশে যাওয়ার অর্থ সিঙ্গাপুরের হাতে থাকবে ২৫.১ শতাংশ। এই সংযুক্তিকরণের ফলে বিপুল বিনিয়োগ হতে পারে বলেও মনে করা হচ্ছে। ভিস্তারার সিইও বিনোদ কান্নান এর আগে জানিয়েছিলেন, এয়ার ইন্ডিয়ার মতো সংস্থার উপর তাঁদের পূর্ণ আস্থা রয়েছে। এই সংযুক্তিকরণে ভিস্তারার থেকে সাধারণ মানুষ যা প্রত্যাশা করেন, সেই পরিষেবাই পাবেন।

উল্লেখ্য, চলতি বছর এপ্রিল মাসেই সিঙ্গাপুর এয়ার লাইন্সের সঙ্গে টাটার সংস্থার গাঁটছড়া বাঁধার অনুমতি চেয়ে সিসিআইয়ের কাছে আবেদন জানানো হয়েছিল। অবশেষে মিলল সেই অনুমতি। যদিও এই পদক্ষেপের জেরে বিশেষজ্ঞ মহলের অনুমান, দুই বিমান সংস্থা গাঁটছড়া বাধার জেরে ভিস্তারের সঙ্গে তাল মিলিয়ে এয়ার ইন্ডিয়ার বিমান ভাড়া বাড়তে পারে অনেকটাই।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version