Sunday, November 16, 2025

প্রাক্পুজো প্রস্তুতিতে রাজ্যজুড়ে লোডশেডিং-এর সমস্যা, দ্রুত সমাধানের আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর

Date:

বর্ষার মধ্যেও ভ্যাপসা গরম। আর ভাদ্রের পচা গরমের সঙ্গে পাল্লা দিয়ে লোডশেডিং (Load shedding)। হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখা দিচ্ছে। এই বিষয়কে ইস্যু করে ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। তবে, বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas) জানান, পুজোর আগে বিভিন্ন লাইন ও ট্রান্সফর্মার পরিবর্তনের জেরেই এই ভোগান্তি। দ্রুত সমাধানের আশ্বাস মন্ত্রীর। আর বিরোধীরা সঠিক তথ্য দিয়ে অপপ্রচার চালিয়ে রাজনীতি করতে চাইছে বলে অভিযোগ অরূপের।

বাঁকুড়ায় ভ্যাপসা গরমে দোসর দফায় দফায় লোডশেডিং। গত বৃহস্পতিবার রাত থেকেই এই পরিস্থিতি। শুক্রবারও প্রতি দফায় প্রায় এক থেকে দেড় ঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন থাকছে। হুগলিতেও একই ছবি। মধ্যরাতেও লোডশেডিংয়ে জেরবার জেলার মানুষ। ক্রমশ বাড়ছে মোমবাতির চাহিদা। বর্ধমান, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, বীরভূম— একই ছবি সর্বত্র। উত্তরবঙ্গও লোডশেডিং সমস্যা থেকেও ছাড় পাচ্ছে না। দুই দিনাজপুর, জলপাইগুড়ি, মালদহ-সহ উত্তরের জেলাতেও দফায় দফায় লোডশেডিং।

কেন এই পরিস্থিতি? বিদ্যুৎ দফতর সূত্রে খবর, ১১০০ মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি চলছে। মূলে কয়লার জোগানের সমস্যা যেমন রয়েছে, তেমনই আছে উৎপাদনে ঘাটতি। শনিবার থেকে অবস্থার কিছুটা উন্নতি হওয়ার সম্ভবনা থাকলে, সমস্যা পুরোপুরি মিটছে না। এই সমস্যা সারা রাজ্যের বলে মত রাজ্য বিদ্যুৎ পর্ষদের আধিকারিকদের। গরমে এসি এবং ফ্রিজের ব্যবহার বেড়ে যাওয়ায় কারণেই ঘাটতি। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলেই আশা তাঁদের। বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘‘প্রতি বছরের মতো প্রাকপুজো প্রস্তুতি চলেছ। বিদ্যুতের তার, ট্রান্সফর্মার ইত্যাদি পাল্টানো হচ্ছে।’’ দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশ্বাস মন্ত্রীর।

Related articles

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...
Exit mobile version