Sunday, May 4, 2025

মোদিরাজ্যে কাজ করতে যাওয়াই কাল! ফের ম.র্মান্তিক পরিণতি বাংলার পরিযায়ী শ্রমিকের

Date:

ভিনরাজ্যে কাজে গিয়ে ফের মৃত্যু হল বাংলার এক পরিযায়ী শ্রমিকের (Migrant Worker)। পুলিশ সূত্রে খবর মৃতের নাম সুজিত জানা (Sujit Jana)। দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরের (Sagar) মহেন্দ্রগঞ্জ এলাকার বাসিন্দা তিনি। স্থানীয় সূত্রে খবর, বছর একুশের ওই যুবক কাজ করতে গুজরাটে যান। সেখানে সুরাটের মুন্দ্রা বন্দরে ঠিকা শ্রমিকের কাজ করতেন সুজিত। তবে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে আর বাড়ি ফেরা হল না তাঁর। মঙ্গলবার সকালেই বন্দরে কাজ করার সময় যুবকের মৃত্যু হলেও শুক্রবার মহেন্দ্রগঞ্জের বাড়িতে ফিরল সুজিতের নিথর দেহ। যুবকের হঠাৎ মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

পরিবার সূত্রে খবর, উচ্চমাধ্যমিক পাশ করেই পেটের তাগিদে ভিন রাজ্যে পাড়ি দেয় সুজিত। গুজরাটের (Gujrat) সুরাটে মুন্দ্রা বন্দরে শ্রমিকের কাজ করত সে। জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো মঙ্গলবার সকালে বন্দরে কাজ করতে যায় সুজিত চলছিল। তখনই দুর্ঘটনাবশত একটি ক্রেনের সঙ্গে ধাক্কা লাগে তাঁর, ঘটনাস্থলেই মৃত্যু হয় দক্ষিণ ২৪ পরগনার ওই পরিযায়ী শ্রমিকের। এদিকে শুক্রবার সন্ধেয় সাগরের মহেন্দ্রগঞ্জের বাড়িতে ফেরে যুবকের দেহ।

কিছুদিন আগেই মিজোরামে কাজে গিয়ে মৃত্যু হয়েছিল মালদায় ২৩ জন পরিযায়ী শ্রমিকের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মালদার অপর এক পরিযায়ী শ্রমিক অসমে কাজ করতে গিয়ে প্রাণ হারান। আর এবার গুজরাটে কাজ করতে গিয়ে মৃত্যু হল দক্ষিণ ২৪ পরগনার এক যুবকের। এদিকে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর ঘটনা নিয়ে কিছুদিন আগেই উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাইরের রাজ্যে কাজ করতে যাওয়ার কী দরকার, তা নিয়েও প্রশ্ন তোলেন মমতা।

 

 

 

 

 

 

Related articles

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...

বার্নপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদুকা! উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে ভক্তদের 

আগামিকাল অর্থাৎ রবিবার প্রথমবার আসানসোলের বার্নপুর আনা হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর জোড়া পাদুকা। বার্নপুর টাউন পুজো কমিটির উদ্যোগেই এই...
Exit mobile version