Sunday, November 9, 2025

মোদিরাজ্যে কাজ করতে যাওয়াই কাল! ফের ম.র্মান্তিক পরিণতি বাংলার পরিযায়ী শ্রমিকের

Date:

ভিনরাজ্যে কাজে গিয়ে ফের মৃত্যু হল বাংলার এক পরিযায়ী শ্রমিকের (Migrant Worker)। পুলিশ সূত্রে খবর মৃতের নাম সুজিত জানা (Sujit Jana)। দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরের (Sagar) মহেন্দ্রগঞ্জ এলাকার বাসিন্দা তিনি। স্থানীয় সূত্রে খবর, বছর একুশের ওই যুবক কাজ করতে গুজরাটে যান। সেখানে সুরাটের মুন্দ্রা বন্দরে ঠিকা শ্রমিকের কাজ করতেন সুজিত। তবে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে আর বাড়ি ফেরা হল না তাঁর। মঙ্গলবার সকালেই বন্দরে কাজ করার সময় যুবকের মৃত্যু হলেও শুক্রবার মহেন্দ্রগঞ্জের বাড়িতে ফিরল সুজিতের নিথর দেহ। যুবকের হঠাৎ মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

পরিবার সূত্রে খবর, উচ্চমাধ্যমিক পাশ করেই পেটের তাগিদে ভিন রাজ্যে পাড়ি দেয় সুজিত। গুজরাটের (Gujrat) সুরাটে মুন্দ্রা বন্দরে শ্রমিকের কাজ করত সে। জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো মঙ্গলবার সকালে বন্দরে কাজ করতে যায় সুজিত চলছিল। তখনই দুর্ঘটনাবশত একটি ক্রেনের সঙ্গে ধাক্কা লাগে তাঁর, ঘটনাস্থলেই মৃত্যু হয় দক্ষিণ ২৪ পরগনার ওই পরিযায়ী শ্রমিকের। এদিকে শুক্রবার সন্ধেয় সাগরের মহেন্দ্রগঞ্জের বাড়িতে ফেরে যুবকের দেহ।

কিছুদিন আগেই মিজোরামে কাজে গিয়ে মৃত্যু হয়েছিল মালদায় ২৩ জন পরিযায়ী শ্রমিকের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মালদার অপর এক পরিযায়ী শ্রমিক অসমে কাজ করতে গিয়ে প্রাণ হারান। আর এবার গুজরাটে কাজ করতে গিয়ে মৃত্যু হল দক্ষিণ ২৪ পরগনার এক যুবকের। এদিকে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর ঘটনা নিয়ে কিছুদিন আগেই উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাইরের রাজ্যে কাজ করতে যাওয়ার কী দরকার, তা নিয়েও প্রশ্ন তোলেন মমতা।

 

 

 

 

 

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version