Saturday, May 3, 2025

ডিগ্রি ও অস্থায়ী শংসাপত্রে আধার নম্বর নয়, বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশ UGC’র

Date:

বিশ্ববিদ্যালয়গুলির(University) তরফে পড়ুয়াদের যে সব ডিগ্রি ও অস্থায়ী শংসাপত্র দেওয়া হয় সেগুলিতে আধার নম্বর(Adhar Numbar) দেওয়া যাবে না। এই মর্মে দেশের সব বিশ্ববিদ্যালয়গুলির উদ্দেশে নির্দেশিকা জারি করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি(UGC)।

জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাম্প্রতিক এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ইউজিস্যার প্রকাশিত বিবৃতিতে কোনও রাখঢাক না করে কর্তৃপক্ষ জানিয়েছে, আধার নম্বর প্রকাশ্যে থাকলে সংশ্লিষ্ট পড়ুয়ার সুরক্ষা নিয়ে সমস্যা দেখা দিতে পারে। এছাড়া, ভর্তির সময় ব্যবহৃত নথিগুলি যাচাইকরণের জন্য আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছিল। এবার তাতে নিষেধাজ্ঞা জারি করল ইউজিসি। এদিন ইউজিসি সচিব মনীশ যোশি জানান, “নিয়মানুযায়ী আধার নম্বরের অধিকারী কোনও অবস্থাতেই তাঁর কোনও ডেটাবেস বা রেকর্ড সম্বলিত তথ্য প্রকাশ করতে পারবে না। যদি না নম্বরটি যথাযথ উপায়ে তা সংশোধিত বা মুছে দেওয়া হয়।” তাঁর কথায়, ডিগ্রী এবং অস্থায়ী শংসাপত্রে আধার নম্বর ছাপানোর অনুমতি দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়গুলির উচিৎ কঠোরভাবে এই নিয়ম মেনে চলা।

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে মার্কশিট এবং শংসাপত্রেও ছবি ও আধার নম্বর বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছিল ইউজিসি। এবার নিজের স্থান থেকে পিছিয়ে এল তাঁরা। কারণ হিসেবে মনে করা হচ্ছে, ইতিমধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বরকে বাধ্যতামূলক করেছে সরকার। যার জেরে সংবেদনশীল তথ্যের পাশাপাশি জালিয়াতির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। তাই কোনওরকম জালিয়াতি থেকে বাঁচতে আধার তথ্য গোপন রাখার বিষয়ে গুরুত্ব দিচ্ছে ইউজিসি।

Related articles

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...

বেলগাছিয়ায় ভাগাড় ধসে নিকাশি বিপর্যয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু কেএমডিএ-র 

হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে মার্চের শেষের দিকে ঘটে যাওয়া ধসের পর পার্শ্ববর্তী ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে...
Exit mobile version