রাজ্যে ফের একটি উপনির্বাচন। এবারও লড়াই ত্রিমুখি। একদিকে শাসক তৃণমূল, একদিকে প্রধান বিরোধী দল বিজেপি আর একদিকে সিপিএমের প্রার্থী, যাঁকে সমর্থন করছে কংগ্রেস। আগামী মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর উত্তরবঙ্গের ধূপগুড়ি কেন্দ্রে উপনির্বাচন। লড়াইয়ের ময়দানে থাকা প্রতিটি দল প্রচারে ঝড় তুলেছে।
এই কেন্দ্রের একটি বড় অংশের ভোটার রাজবংশী। যাদের মধ্যে বিজেপির একটা প্রভাব আছে বলে মনে করা হয়। কিন্তু এখনও পর্যন্ত প্রচারে খুঁজে পাওয়া গেল না অনন্ত মহারাজকে। সম্প্রতি বাংলা থেকে বিজেপির প্রথম রাজ্যসভা সাংসদ হয়েছেন অনন্ত মহারাজ। আগামী লোকসভা নির্বাচনে রাজবংশী ভোট নিজেদের দখলে রাখতেই যে বিজেপি রাজবংশীদের স্বঘোষিত ‘মহারাজ’-কে রাজ্যসভায় পাঠিয়েছে, তা দিনের আলোর মতো স্পষ্ট।
কিন্তু হাইভোল্টেজ লড়াইয়ে কেন নেই অনন্ত।মহারাজ?ধূপগুড়ি উপনির্বাচনে অনন্তকে সামনে রেখে ভোট টানার পরিকল্পনাও ছিল দলের। সেই মতোই ভোটের প্রচারে তারকা প্রচারকদের তালিকায় ছিল তাঁর নাম। কিন্তু বাস্তবে দেখা গেল নির্বাচনের ময়দানে নেই তিনি। রাজ্য সভাপতি সুকান্ত, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরা ধূপগুড়ির মাটি কামড়ে পড়ে থাকলেও অনন্ত নেই কেন? বিজেপি সূত্রে জানা গিয়েছে ‘পৃথক কোচবিহার’ নিয়ে অনন্ত মহারাজের অবস্থানে বিতর্ক তৈরি হয়েছে। বাংলা ভাগের পক্ষে সওয়াল করেও বিতর্কে জড়িয়েছেন অনন্ত মহারাজ। তাই অনন্ত মহারাজকে ধূপগুড়িতে ভোটের ময়দানে না নামানোর কৌশল নিয়েছে গেরুয়া শিবির, পাছে বুমেরাং হয়!