Sunday, May 4, 2025

ফের বাংলার মুকুটে জোড়া পালক! কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছে দেশের সেরা ‘স্মার্ট সিটি’ নিউটাউন

Date:

ফের রাজ্যের মাথায় নতুন পালক। পরিবেশ এবং প্রকৃতিবান্ধব নতুন শহর গড়ার ক্ষেত্রে সকল রাজ্যকে টেক্কা দিয়ে পুরষ্কৃত হতে চলেছে বাংলা (Bengal)। গেরুয়া শিবিরের শত কুৎসা, অপপ্রচার সত্ত্বেও উন্নয়নমূলক কাজ করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকার একের পর এক পুরষ্কার জিতে নিচ্ছে। আর সেই পুরস্কার দিচ্ছে খোদ মোদি সরকার (Modi Govt)। চতুর্থ স্মার্ট সিটি (Smart City) পুরষ্কার ২০২২ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার (Central Govt)। আর সেখানেই নাম উঠে এসেছে বাংলা তথা কলকাতার নিউটাউনের (Newtown)। আগামী ২৭ সেপ্টেম্বর ইন্দোরে ‘‌ইন্ডিয়া স্মার্ট সিটিজ আওয়ার্ড’‌ তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)।

স্মার্ট সিটি প্রকল্পে যেভাবে গত কয়েক বছরে নিউটাউনে ব্যাপক সবুজায়ন হয়েছে এবং পরিবেশ রক্ষার জন্য একের পর এক পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে, সেকারণেই বিল্ট এনভায়রনমেন্ট ক্যাটেগরিতে দেশের সমস্ত স্মার্ট সিটির মধ্যে প্রথম পুরস্কার ছিনিয়ে নিতে চলেছে বাংলার নিউটাউন। তবে শুধু একটি নয়, বাংলার ঝুলিতে রয়েছে আরও একটি পুরস্কার। মবিলিটি ক্যাটাগরিতেও দেশের সমস্ত স্মার্ট সিটির মধ্যে সেরা নিউটাউন। দূষণ কমে এমন যান চলাচলে উৎসাহ দেওয়ার ক্ষেত্রে গোটা দেশের পথপ্রদর্শক হিসেবে নিউটাউনকে বেছে নিয়েছে কেন্দ্রের মোদি সরকার। এখানে পাবলিক বাইসাইকেল শেয়ারিং ব্যবস্থা চালু করা হয়েছে। তাছাড়া এখান থেকে শুরু করে সাইকেলের জন্য পৃথক লেন বিশেষভাবে নজর কেড়েছে।

২০১৫ সালের ২৫ জুন ভারতে স্মার্ট সিটি মিশন চালু করে মোদি সরকার। আর তাতেই জয়জয়কার বাংলার। ১০০টিরও বেশি স্মার্ট শহরের ২ হাজার প্রতিনিধি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। লোকসভা নির্বাচনের প্রাক্কালে বাংলার এই পুরষ্কার প্রাপ্তি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

 

 

 

 

 

 

 

Related articles

কার থেকে কয়লার টাকা তোলেন অর্জুন সিং! মুখোশ খোলার হুঁশিয়ারি দিলীপের

কয়লা থেকে টাকা তোলার অভিযোগে বিরোধী দলনেতা নিত্যদিন সরব হয়েছেন। বিজেপি নেতা নেত্রীরা পশ্চিম বর্ধমান জেলায় বারবার এই...

সোমে দু দিনের মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক সভা সুতিতে 

দিঘা সফরের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গন্তব্য এবার মুর্শিদাবাদ। দু-দিনের সফরে সোমবার তিনি মুর্শিদাবাদে যাচ্ছেন। ওইদিন তিনি প্রথমে...

ইডেনে রাসেল ঝড়, ক্যারিবিয়ান তারকার মুকুটে নয়া পালক

ইডেন থেকেই সমস্ত সমালোচনার জবাব দিলেন আন্দ্রে রাসেল(Andre Russell)। নাইট রাইডার্সের(KKR) জার্সিতে দ্বিতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলে(ipl) ২৫০০ রান...

ছয় দিনের জন্য বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, চিন্তায় উত্তরবঙ্গের পর্যটন ব্যবসা

গ্রীষ্মের ছুটিতে যখন সিকিম ও গ্যাংটকের মতো শীতল পাহাড়ি জায়গাগুলো ভ্রমণপিপাসুদের কাছে স্বর্গসম, ঠিক তখনই বড়সড় ধাক্কা খেল...
Exit mobile version