Thursday, August 28, 2025

Delhi: ম.র্মান্তিক! ৮৫ বছরের বৃদ্ধাকে ধ.র্ষণের অভিযোগ দিল্লিতে, দায়ের অভিযোগ

Date:

ফের মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল রাজধানী দিল্লি! রাজধানী ক্রমশই হয়ে উঠেছে অপরাধের আঁতুরঘর। নারী নির্যাতন বা মহিলাদের শ্লীলতাহানি এখন রোজনামচা। দিল্লি পুলিশের ভূমিকা এবং রাজধানীতে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বারবার। এবার দিল্লির নেতাজি সুভাষ প্লেসে ঘরে ঢুকে পঁচাশি বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে এল। ধর্ষণ করেই ক্ষান্ত হয় নি, বৃদ্ধাকে মারধর করে তাঁর ঠোঁট ব্লেড দিয়ে কেটে দেওয়া হয়। গুরুতর জখম অবস্থায় আপাতত বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতালের বিবরণ অনুযায়ী, বৃদ্ধ মহিলার গোপনাঙ্গ ও মুখে গুরুতর আঘাত লেগেছে।

পুলিশ এই ঘটনার পরিপ্রেক্ষিতে জানিয়েছে, আঠাশ বছরের আকাশ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ভোর ৪টের সময় ওই যুবক যখন বৃদ্ধার বাড়িতে যায় তখন বৃদ্ধা ঘুমোচ্ছিলেন। বৃদ্ধাকে ধর্ষণ করে সে। বৃদ্ধা চিৎকার করতে গেলে তাঁকে মারধর করে খুনের চেষ্টা করা হয়। বৃদ্ধার ঠোঁট ব্লেড দিয়ে কেটে দেয় ওই যুবক। এরপর পালিয়ে যায় অভিযুক্ত। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তৎপর হয় পুলিশ। দিল্লি পুলিশ তরফে খবর, কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

এই মর্মে, দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল টুইটারে লিখেছেন, “অত্যন্ত লজ্জাজনক এই ঘটনা। রাজধানীতে এক বৃদ্ধার বাড়িতে ঢুকে তাঁকে ধর্ষণ করা হচ্ছে। এর থেকে লজ্জাজনক ঘটনা আর কী হতে পারে। নির্যাতিতার সঙ্গে দেখা করে শিউরে উঠেছি। ৪ মাসের শিশুই হোক বা ৮৫ সালের বৃদ্ধা, আজ সকলেই লালসার শিকার হচ্ছে।”

আরও পড়ুন- ফের বাংলার মুকুটে জোড়া পালক! কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছে দেশের সেরা ‘স্মার্ট সিটি’ নিউটাউন

 

Related articles

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...
Exit mobile version