Friday, May 16, 2025

আজ এশিয়া কাপের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। প্রথম ম‍্যাচে ভারতের সামনে পাকিস্তান। তবে এই ম্যাচে নামার আগে কিছুটা চিন্তায় ভারতীয় দল। গতকাল অনুশীলনে চোট পেয়েছেন ভারতের রান মেশিন বিরাট কোহলি। এরপরই প্রশ্ন ওঠে তিনি কি খেলতে পারবেন পাকিস্তানের বিরুদ্ধে? যদিও জানা যাচ্ছে চোট গুরুতর নয়।

ভারতীয় দলের অন্যতম সেরা ভরসা বিরাট।তবে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে সেই কোহলি এবার চোটের কবলে পড়লেন। যদিও সেই চোট গুরুতর নয় বলেই জানা গিয়েছে। জানা যাচ্ছে, বিরাট নেটে অনুশীলন করার সময় চোট পান। টিম ইন্ডিয়ার পেস বোলার মহম্মদ সিরাজের একটা আচমকা বাউন্সার বিরাটের গায়ে এসে লাগে। এরপর যদিও থাম্বস আপ দিয়ে বিরাট জানিয়ে দেন তিনি ঠিক আছেন। যদিও এরপর আর নেটে ব্যাট হাতে দেখা যায়নি কিং কোহলিকে। মনে করা হচ্ছে, বিরাটের এই চোট খুব একটা গুরুতর নয়। ম্যাচের আগে তিনি আর কোনও ঝুঁকি নিতে চাননি। আর সেকারণেই তিনি অনুশীলনের মাঝপথে নেট ছেড়ে বেরিয়ে যান। এই খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যদিও এ ব্যাপারে এখনও কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড।ভারতীয় সমর্থকদের আশা ম্যাচে ফিট হয়েই নামবেন বিরাট।

এদিকে শনিবার অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে বিরাট। সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙার পথে রয়েছেন তিনি। ১৩ হাজার রান থেকে আর একটু দূরে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। শনিবার পাকিস্তানের বিরুদ্ধে ১০২ রান করলে বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসেবে ১৩ হাজার ওয়ান ডে রানের গণ্ডি ছুঁয়ে ফেলবেন কিং কোহলি। তাঁর আগে এই কৃতিত্ব অর্জন করেছেন কেবল সচিন তেন্ডুলকর, কুমার সাঙ্গাকারা, রিকি পন্টিং ও সনৎ জয়সূর্য।

আরও পড়ুন:ভারত-পাকিস্তান ম‍্যাচে বৃষ্টির সম্ভাবনা, ভেস্তে গেলে খেলা কি হবে? কী বলছে নিয়ম?

 

 

 

 

Related articles

স্বস্তি মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে, ফিরছেন উইল জ্যাকস

মুম্বই ইন্ডিয়ান্সের(Mumbai Indians) জন্য স্বস্তির খবর। যখন বেশিরভাগ বিদেশি ক্রিকেটাররা আইপিএল থেকে নাম তুলে নিচ্ছেন, সেই সময় মুম্বই...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

১৬ মে শুক্রবার ২০২৫১ গ্রাম      ১০ গ্রামপাকা সোনার বাট       ৯২১০ ₹   ৯২১০০ ₹খুচরো পাকা...

বাগানে আম কুড়োতে গিয়ে পিটিয়ে খুন কাঁচরাপাড়ার নাবালক!

আম কুড়োতে গিয়ে মর্মান্তিক পরিণতি, নাবালককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ পাহারাদারের বিরুদ্ধে। নৈহাটির (Naihati) শিবদাসপুর এলাকার এই ঘটনায়...

রাজ্যকে ২৫ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের

DA মামলায় রাজ্যকে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court) । আগামী চার সপ্তাহের সরকারি কর্মচারীদের ২৫ শতাংশ...
Exit mobile version