Thursday, August 28, 2025

ভারত-পাকিস্তান ম‍্যাচে বৃষ্টির সম্ভাবনা, ভেস্তে গেলে খেলা কি হবে? কী বলছে নিয়ম?

Date:

আজ এশিয়া কাপে মহারণ। এশিয়া কাপের ম‍্যাচে আজ ভারতের মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। এই ম‍্যাচকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। তাকিয়ে গোটা ক্রিকেট বিশ্ব। তবে এরই মধ‍্যে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। ক্রিকেট ভক্তদের জন্য ভালো খবর দিতে পারছে না আবহাওয়া দপ্তর। তাদের মতে, ভারত-পাকিস্তান ম্যাচের দিন ক্যান্ডিতে বৃষ্টির সম্ভাবনা ৯৪ শতাংশ। এছাড়া রয়েছে বজ্রপাতেরও সম্ভাবনা। এক্ষেত্রে বৃষ্টির হলে কী হবে ম‍্যাচের ভবিষ্যৎ? খেলা কি হবে? নাকি ভেস্তে যাবে ম‍্যাচ।

শনিবার ক‍‍্যান্ডিতে রয়েছে গোটা বিশ্বের নজর। তবে সেই ক‍্যান্ডিতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৯৪ শতাংশ। এক্ষেত্রে বৃষ্টি হলে এমন অবস্থায় যদি দু’টি দল অন্তত ২০ ওভার করে খেলার সুযোগ পায়, তবেই ম্যাচের ফলাফল হবে। না হলে ম্যাচ বাতিল বলে ঘোষণা করে দেওয়া হবে। গ্রুপ পর্বের ম্যাচে কোনও রিজার্ভ দিন নেই। ফলে শনিবার খেলা না হলে, পয়েন্ট ভাগ করে দেওয়া হবে দুই দলের মধ্যে। নিয়ম অনুযায়ী বৃষ্টি থামার পর মাঠ শুকনো হলে তবেই খেলা শুরু করা হবে। এক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন আম্পায়ারেরা। দেখা হবে আদৌ খেলার উপযোগী কি না সেই মাঠ। বৃষ্টির জন্য নষ্ট হওয়া সময় অনুযায়ী ওভার কমানোর দায়িত্বও আম্পায়ারের। ডাকওয়ার্থ লুইস নিয়মের মাধ্যমে পাল্টে যাবে রানের লক্ষ্যও।

এদিকে এই ম‍্যাচের জন‍্য প্রস্তুত টিম ইন্ডিয়া। ম‍্যাচের সাংবাদিক সম্মেলনে তেমনই আভাস দেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন,” দল হিসাবে আমরা জানি কাল একটা দেশের বিরুদ্ধে খেলতে নামছি। ওদের বিরুদ্ধে পরিকল্পনা তৈরি করা এবং কাজে লাগানোই আমাদের দায়িত্ব। উল্টো দিকে কোন দল রয়েছে তা ভাবতে চাই না। মাঠে নেমে সব কাজ ঠিকঠাক করতে চাই। এশিয়া কাপে ছ’টা দলই কঠিন। যে কোনও দিন যে কোনও দল জিততে পারে।”

আরও পড়ুন:ইস্টবেঙ্গল কর্তার পাল্টা মোহনবাগান সচিবের, রেফারিং নিয়ে কী বললেন দেবাশিস দত্ত?

 

 

 

 

 

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version