Sunday, August 24, 2025

কানাড়া ব্যাঙ্কের (Kanara Bank) ৫৩৮ কোটি টাকা জালিয়াতি মামলায় গ্রেফতার জেট এয়ারওয়েজের(Jet Airways) প্রতিষ্ঠাতা নরেশ গয়াল (Naresh Gayal)। বাণিজ্য নগরীতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) অফিসে দীর্ঘ প্রশ্নোত্তর পর্ব চলে। কিন্তু নরেশ সদুত্তর না দিতে পারায় আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে জেট ওয়ারওয়েজ কর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে। আজ শনিবার মুম্বইয়ে বিশেষ PMLA আদালতে ইডি তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন করবে বলে খবর।

কানাড়া ব্যাঙ্কের ৫৩৮ কোটি টাকার জালিয়াতি মামলায় এফআইআর দায়ের করে CBI। জেট এয়ারওয়েজ, নরেশ গয়াল, তাঁর স্ত্রী অনিতা এবং কোম্পানির কয়েকজন প্রাক্তন এক্সিকিউটিভের বিরুদ্ধে অভিযোগ করা হয়।ব্যাঙ্কের তরফে জেট এয়ারওয়েজ লিমিটেডকে ৮৪৮.৮৬ কোটি টাকা ক্রেডিট লিমিট ও ঋণ অনুমোদন করা হয়েছিল। তার মধ্যে ৫৩৮.৬২ কোটি টাকা অনাদায়ী। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের বক্তব্য, ২০২১ সালের জুলাই মাসে এই অ্যাকাউন্টটিকে জাল ঘোষণা করা হয়েছিল। ব্যাঙ্ক অভিযোগ করে যে JIL-এর ফরেনসিক অডিট দেখিয়েছে , তাতে মোট কমিশন খরচের মধ্যে সম্পর্কিত সংস্থাগুলিকে ১৪১০.৪১ কোটি টাকা দিয়েছে। এইভাবে JIL থেকে তহবিল বন্ধ করে দেওয়া হয়েছে ৷ FIR এ বলা হয়েছে, স্টাফদের বেতন দেওয়া, ফোন বিল ও গাড়িবাবদ খরচ এবং গয়াল পরিবারের অন্যান্য খরচের মত ব্যক্তিগত খরচ এই টাকা থেকে মিটিয়েছে JIL।২০১৯ সালে বকেয়া বেতন ও আপৎকালীন ভিত্তিতে তহবিল তৈরির দাবি জানিয়ে সেই সময় বন্ধ হয়ে যাওয়া জেট এয়ারওয়েজের কর্মীদের দু’টি সংগঠন তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও দিয়েছিল ।

Related articles

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...
Exit mobile version