Thursday, August 21, 2025

প্রত্যাশা মতোই ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে পৌঁছলেন শীর্ষ বাছাই কার্লোস আলকারাজ। এগোচ্ছেন অন্যান্যরাও। কিছুটা লড়াই করে তৃতীয় সেটে জিতলেন পুরুষদের শীর্ষ বাছাই কার্লোস আলকারাজ। চতুর্থ রাউন্ডে পৌঁছলেন ডানিল মেদভেদেভ, ইয়ানিক সিনার, আলেকজান্ডার জেরেভ, আন্দ্রে রুবলেভেরা। মহিলাদের সিঙ্গলসে তৃতীয় রাউন্ডের বাধা পেরিয়েছেন ওনস জাবেউর, জেসিকা পেগুলারা। শনিবার তেমন কোনও অঘটন ঘটেনি বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে। যদিও তৃতীয় রাউন্ডে সরাসরি সেটে জিততে পারেননি আলকারাজ। চার সেট লড়াই করে জিততে হল তাঁকে। ২৬ নম্বর বাছাই ব্রিটেনের ডান ইভান্সকে শীর্ষ বাছাই হারালেন ৬-২, ৬-৩, ৪-৬, ৬-৩ ব্যবধানে।

সহজেই ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে পৌঁছলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর মেদভেদেভ। তৃতীয় বাছাই রুশ খেলোয়াড় ৬-২, ৬-২, ৭-৬ ব্যবধানে হারিয়েছেন আর্জেন্টিনার অবাছাই খেলোয়াড় সেবাস্তিয়ান বেজকে। ষষ্ঠ বাছাই ইতালির সিনার জয় পেয়েছেন সুইৎজারল্যান্ডের স্ট্যান ওয়ারিঙ্কার বিরুদ্ধে। তিনটি গ্র্যান্ড স্ল্যামের মালিক এ বারে প্রতিযোগিতায় অবাছাই। সিনার জিতেছেন ৬-৩, ২-৬, ৬-৪, ৬-২ ব্যবধানে। তৃতীয় রাউন্ডে জয় পেয়েছেন অষ্টম বাছাই রাশিয়ার রুবলেভও। তিনি ফ্রান্সের আর্থার রিন্ডার্কনেচকে হারিয়েছেন ৩-৬, ৬-৩, ৬-১, ৭-৫ ব্যবধানে। চার সেট লড়াই করতে হয়েছে দ্বাদশ বাছাই জেরেভকে। জার্মানির খেলোয়াড় ৬-৭, ৭-৬, ৬-১, ৬-১ ফলে হারিয়েছেন ১৯তম বাছাই বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে।

মহিলাদের সিঙ্গলসে চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন জাবেউর। তিউনিশিয়ার পঞ্চম বাছাই খেলোয়াড় ৫-৭, ৭-৬, ৬-৩ ফলে হারিয়েছেন ৩১তম বাছাই চেক প্রজাতন্ত্রের মারি বোজ়কোভাকে। তৃতীয় বাছাই আমেরিকার পেগুলারকেও তিন সেট লড়াই করতে হল। তিনি ৬-৪, ৪-৬, ৬-২ ব্যবধানে হারিয়েছেন ২৬তম বাছাই ইউক্রেনের এলিনা সুইতোলিনাকে। তৃতীয় রাউন্ডে জিতেছেন নবম বাছাই চেক প্রজাতন্ত্রের মার্কেটা ভন্ড্রোসোভাকে।

 

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version