Saturday, May 3, 2025

রবিবার চূড়ান্ত দুর্ভোগে হাওড়া ব্যান্ডেল মেন লাইনের (Howrah Bandel Train Service)ট্রেন যাত্রীরা। সকাল দশটা থেকে বিঘ্নিত ট্রেন (Train Service Interruption) চলাচল। এগারোটার পর থেকে একাধিক লাইনে ডাউন ট্রেন দাঁড়িয়ে পড়ায় বিপত্তি বাড়ে। পৌনে এগারোটা থেকে কোন্নগর ১ নম্বর প্ল্যাটফর্মে আধঘন্টা দাঁড়িয়ে থাকে ডাউন শেওড়াফুলি লোকাল (Sheoraphuli) । গ্যালোপিং ট্রেন প্রতি স্টেশনে দাঁড়িয়ে যাওয়ার মত ঘটনাও এদিন সামনে এসেছে। ডাউন গ্যালোপিং কাটোয়া লোকাল দাঁড়িয়ে পরে রিষড়া স্টেশনে (Rishra)এক ঘন্টা পনেরো মিনিট দাড়িয়ে থাকে। একের পর এক দূরপাল্লার ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ায় সমস্যা আরও বাড়ে। বিকেলের আগে এই সমস্যা স্বাভাবিক হবে না বলে জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র (Eastern Railway CPRO Kaushik Mitra)।

রবিবার সকাল দশটা থেকে হাওড়া-ব্যান্ডেল ডাউন লাইনে অনিয়মিত হয়ে পড়ে ট্রেন চলাচল।ব্যাপক ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছতে পারেননি কেউই। প্রত্যেকেই বলছেন নিত্যদিন এই সমস্যা বেড়েই চলেছে, আজ চরমে পৌঁছল। ভারতীর রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে রেল যাত্রীদের অভিযোগ, ট্রেনের এই গোলযোগের জন্য নিত্যদিন ভুগতে হচ্ছে তাঁদের। কাজের জায়গায় বা ইমারজেন্সি পরিস্থিতিতে কোনভাবেই তো এই বিষয়গুলোর জন্য যে ক্ষতি হবে তা পূরণ হওয়া সম্ভব নয়। পরপর স্টেশনে গাড়ি দাঁড়িয়ে থাকায় কখন ডাউন ট্রেন হাওড়া পৌঁছবে তা নিয়ে নিশ্চিত করে কিছুই বলতে পারছেন না রেলের আধিকারিকরা। তাই ট্রেনে বসে হাপিত্যেশ করা ছাড়া আর অন্য কোন উপায় নেই। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলছেন বিকেল চারটের আগে কোনোভাবেই এই পরিস্থিতির স্বাভাবিক হবার সম্ভাবনা নেই।

 

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...

বিবাহ বিচ্ছেদের পথে যিশু! সারা-নীলাঞ্জনাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো অভিনেতার

দীর্ঘ একুশ বছরের দাম্পত্যে কি তাহলে পাকাপাকিভাবে বিচ্ছেদের সিলমোহর পড়তে চলেছে? যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)ও নীলাঞ্জনা সম্পর্ক নিয়ে...
Exit mobile version