Saturday, January 31, 2026

ধূপগুড়িতে সঙ্কীর্ণ রাজনীতি করছে বিজেপি, তী.ব্র নিন্দা তৃণমূলের

Date:

Share post:

ধূপগুড়ির মানুেষর দীর্ঘদিনের দাবি যখন পূরণ হতে চলেছে, সেই সময় তাকে নিয়ে বিজেপি শুরু করল সঙ্কীর্ণ রাজনীতি। এরই প্রতিবাদ করল তৃণমূল। ‘ধূপগুড়ির ভাবাবেগকে আহত করছে বিজেপি। তারা ধূপগুড়ির মানুষের দাবিকে মান্যতা না দিয়ে সঙ্কীর্ণ রাজনীতি করছে।’ রবিবার সন্ধ্যায় গয়েরকাটা পিডব্লুডি বাংলোয় এক সাংবাদিক সম্মেলন এই কথা বললেন তৃণমূল নেতা, প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

শিলিগুড়ির মেয়র এদিন বলেন, গত শনিবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িতে নির্বাচনী জনসভায় নিজের ভাষণে ধূপগুড়ির মানুষের দাবিকে মান্যতা দেন। সভায় সাধারণ মানুষই তাঁর কাছে দাবি জানান, ধূপগুড়িকে মহকুমা করতে হবে। তাঁদের দাবি মতো অভিষেক প্রতিশ্রুতি দেন, আগামী তিন মাসের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে। তার দিনক্ষণও বলে দেন। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যেই হবে। মানুষের এই দাবিপূরণ করার আশ্বাস দেওয়ায় বিজেপি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছে নির্বাচনী আচারণবিধি লঙ্ঘিত হয়েছে বলে। যদিও ধূপগুড়ির মানুষের এই দাবি দীর্ঘদিনের। বিজেপির প্রয়াত বিধায়ক বিধানসভায় এই বিষয়টি নিয়ে কোনওদিন একটি কথাও বলেনি বা মানুষের এই দাবি নিয়ে কোনও আন্দোলনও করেননি। আজ যখন এই দাবি পূরণ হতে যাচ্ছে, সেই সময় বিজেপি এই বিষয়টি নিয়ে সঙ্কীর্ণ রাজনীতি করছে। যার জবাব ধূপগুড়ির মানুষ ৫ তারিখে ভোট বাক্সেই দেবে।

এদিনের এই সাংবাদিক সম্মেলনে গৌতমের সঙ্গে ছিলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল চেয়ারম্যান খগেশ্বর রায়, জেলা তৃণমূল সাধারণ সম্পাদক রাজেশ সিং, রাজগঞ্জের তৃণমূল ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

আরও পড়ুন- বিহার, বাংলায় একই বয়ান! শিক্ষাক্ষেত্রে রাজভবনের স্বেচ্ছাচারিতা ‘দিল্লি’র অঙ্গুলিহেলনেই

spot_img

Related articles

বেলডাঙায় হিংসার ঘটনার তদন্তে NIA, গঠিত হচ্ছে বিশেষ দলও

মুর্শিদাবাদের বেলডাঙায় হিংসার ঘটনার তদন্তভার হাতে নিল এনআইএ(NIA)। এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ আগেই ব্যাপক...

কুলপিতে তৃণমূল নেতার গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, উড়ে গেল অ্যাসবেস্টসের শেডও

মধ্যরাতে তৃণমূল নেতার গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলপি(Kulpi) থানার অন্তর্গত ছামনাবনি গ্রামে। স্থানীয় তৃণমূলের...

রাজ্য প্রশাসনে একাধিক রদবদল, সচিব পদে পরিবর্তন

ভোটের  আগে রাজ্য পুলিশে বড়সড় রদবদল হয়েছে। পুলিশের পাশাপাশি প্রশাসনেও  বড় রদবদল হয়েছে।  রাজ্য প্রশাসনে একাধিক গুরুত্বপূর্ণ দফতর...

বিদায় নিচ্ছে শীত, সপ্তাহ শেষে কুয়াশার দাপট উত্তরে, জানুন আবহাওয়ার আপডেট

বিদায়ের পথে শীত।  জানুয়ারির শেষ সপ্তাহ থেকেই শীতের(Winter) দাপট কমছ সঙ্গে তাপমাত্রার পারদ বাড়ছে। দক্ষিণবঙ্গে শনিবার সামান্য কমলো...