Sunday, August 24, 2025

ফের দিল্লিতে প্রশ্নের মুখে নারী সুরক্ষা! স্কুল বাসেই নাবালিকার যৌ.ন হে.নস্থা

Date:

স্কুল বাসের (School Bus) মধ্যে যৌন হেনস্থার (Physical Assault) শিকার এক নাবালিকা স্কুল পড়ুয়া (School Student)। দিল্লির (Delhi) বেগমপুর এলাকার ঘটনা। ইতিমধ্যে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গত ২৩ অগাস্ট বিষয়টি প্রকাশ্যে আসে, যখন নির্যাতিতার মা লক্ষ্য করেন যে তাঁর মেয়ের ব্যাগ প্রস্রাবে ভিজে গিয়েছে। এরপরই ৬ বছরের ওই শিশুকে জিজ্ঞাসা করার পর সে মাকে জানায় স্কুল বাসে একজন সিনিয়র (Senior) শ্লীলতাহানি করেছে তার। রাজধানী শহরে ফের এমন ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

এরপরই নাবালিকার পরিবার পরের দিন স্কুল কর্তৃপক্ষকে পুরো ঘটনাটি জানায়। তবে পরিবারের অভিযোগ, স্কুলের চেয়ারম্যান সব শুনে সিনিয়রের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের কথা বলেন। ছাত্রীর পরিবারের আরও অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ তাঁদের সোসাইটির সদস্যদের সামনে শিশুটির পরিচয় প্রকাশ করেছে, যা একেবারেই আইন বিরুদ্ধ।

এদিকে দিল্লি পুলিশের এক উচ্চপদস্থ পুলিশকর্তা বলেন, ভারতীয় দণ্ডবিধির ধারা ৩৫৪ (নারীকে তার শালীনতা ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধমূলক বলপ্রয়োগ) এবং ২২৮এ ( অপরাধের শিকার ব্যক্তির পরিচয় প্রকাশ) এবং শিশুদের সুরক্ষার ১০/২১-এর অধীনে যৌন অপরাধ (পকসো) আইনের ভিত্তিতে বেগমপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে এই ঘটনায় আগেই, দিল্লি কমিশন ফর উইমেন বিষয়টি বিবেচনা করে এবং মামলার বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য চেয়ে পুলিশকে একটি নোটিশ দেয়। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ডিসিডব্লিউ চেয়ারপার্সন স্বাতি মালিওয়াল। আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে দিল্লি পুলিশের কাছে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তার একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

 

 

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version