Tuesday, November 11, 2025

ফের দিল্লিতে প্রশ্নের মুখে নারী সুরক্ষা! স্কুল বাসেই নাবালিকার যৌ.ন হে.নস্থা

Date:

স্কুল বাসের (School Bus) মধ্যে যৌন হেনস্থার (Physical Assault) শিকার এক নাবালিকা স্কুল পড়ুয়া (School Student)। দিল্লির (Delhi) বেগমপুর এলাকার ঘটনা। ইতিমধ্যে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গত ২৩ অগাস্ট বিষয়টি প্রকাশ্যে আসে, যখন নির্যাতিতার মা লক্ষ্য করেন যে তাঁর মেয়ের ব্যাগ প্রস্রাবে ভিজে গিয়েছে। এরপরই ৬ বছরের ওই শিশুকে জিজ্ঞাসা করার পর সে মাকে জানায় স্কুল বাসে একজন সিনিয়র (Senior) শ্লীলতাহানি করেছে তার। রাজধানী শহরে ফের এমন ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

এরপরই নাবালিকার পরিবার পরের দিন স্কুল কর্তৃপক্ষকে পুরো ঘটনাটি জানায়। তবে পরিবারের অভিযোগ, স্কুলের চেয়ারম্যান সব শুনে সিনিয়রের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের কথা বলেন। ছাত্রীর পরিবারের আরও অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ তাঁদের সোসাইটির সদস্যদের সামনে শিশুটির পরিচয় প্রকাশ করেছে, যা একেবারেই আইন বিরুদ্ধ।

এদিকে দিল্লি পুলিশের এক উচ্চপদস্থ পুলিশকর্তা বলেন, ভারতীয় দণ্ডবিধির ধারা ৩৫৪ (নারীকে তার শালীনতা ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধমূলক বলপ্রয়োগ) এবং ২২৮এ ( অপরাধের শিকার ব্যক্তির পরিচয় প্রকাশ) এবং শিশুদের সুরক্ষার ১০/২১-এর অধীনে যৌন অপরাধ (পকসো) আইনের ভিত্তিতে বেগমপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে এই ঘটনায় আগেই, দিল্লি কমিশন ফর উইমেন বিষয়টি বিবেচনা করে এবং মামলার বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য চেয়ে পুলিশকে একটি নোটিশ দেয়। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ডিসিডব্লিউ চেয়ারপার্সন স্বাতি মালিওয়াল। আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে দিল্লি পুলিশের কাছে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তার একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

 

 

 

 

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version