Tuesday, November 11, 2025

নির্বাচন আসন্ন, দেশবাসীকে ‘দুর্নীতিমুক্ত’, ‘উন্নত’ ভারতের স্বপ্ন দেখালেন মোদি

Date:

চলতি মাসে দিল্লিতে(Delhi) সম্পন্ন হতে চলেছে জি-২০ বৈঠক। তার চেয়েও বড় কথা ঘরের দোরগোড়ায় লোকসভা নির্বাচন(Parliament Election)। সেদিকে নজর রেখে বিরোধী শিবির যখন তৎপর তখনই চেনা অঙ্কে স্বপ্নের ফানুস ওড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। রবিবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী জানালেন, ২০৪৭ সালের মধ্যে উন্নত দেশ হবে ভারত(India)। আর সেই ভারতে দুর্নীতি বা সাম্প্রদায়িকতার কোনও জায়গা থাকবে না।

এদিন এক সংবাদসংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাঁর লক্ষ্য স্বাধীনতার ১০০ বছর পূর্তিতে ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলা। সে প্রসঙ্গেই তিনি বলেন, ‘অমৃতকাল’ শেষে অর্থাৎ ২০৪৭ সালে ভারত আত্মপ্রকাশ করবে উন্নত দেশ হিসাবে। আর সেই উন্নত ভারতবর্ষে দুর্নীতি, জাতিভেদ, বা সাম্প্রদায়িকতার কোনও জায়গা থাকবে না। স্বপ্নের ফানুস ফুলিয়ে তিনি আরও জানান, ভারত সম্পর্কে গোটা বিশ্বের ধ্যানধারণা বদলে গিয়েছে। আগে যেখানে ভারতকে শুধু ১০০ কোটি ক্ষুধার্ত মানুষের দেশ হিসাবে দেখা হত, এখন সেই ভারতকেই বিশ্ববাসী দেখে ১০০ কোটি আগ্রহী, উদ্যমী মানুষের দেশ হিসাবে। প্রধানমন্ত্রী বলছেন, “আজ আমাদের কথাকে গোটা বিশ্ব পাথেয় হিসাবে দেখছে। আগামী দিনে পরিবর্তনের পথ হিসাবে দেখছে।”

যদিও রাজনৈতিক মহলের দাবি, ২০২৪ লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী ফের স্বপ্নের ফেরিওয়ালা অবতারে নেমেছেন। আর সেই পুরানো ছকে দেশবাসীর মধ্যে জাতীয়তাবাদ জাগ্রত করতে উন্নত ভারতের স্বপ্ন দেখানো শুরু হয়েছে। এদিকে দেশের বাস্তব ছবিটা হল, ক্ষুদা সূচক থেকে শুরু করে সংবাদপত্রের স্বাধীনতা সর্বত্র বিশ্ব তালিকায় ভারতের অবস্থান নামছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রক দুর্নীতি আঁতুড়ঘরে পরিণত হয়েছে। এমনকি নরেন্দ্র মোদি বিশ্বের আসনে ভারতকে বিশাল দেখানোর চেষ্টা করলেও সাম্প্রতিক রিপোর্ট বলছে, ভারতের প্রতি ইতিবাচক ধারনা কমছে বিশ্বের।

Related articles

বুকে সংক্রমণ: লীলাবতী হাসপাতালে ভর্তি করা হল প্রবীণ অভিনেতা প্রেম চোপড়াকে

বলিউডে সম্প্রতি যেন বিয়োগের গেরো। একদিকে ইন্ডাস্ট্রির হি-ম্যান ধর্মেন্দ্র সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। অন্যদিকে বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে...

রাজধানীর নিরাপত্তায় এত খামতি! স্বরাষ্ট্র মন্ত্রককে তোপ অভিষেকের

রাজধানীর নিরাপত্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই রাজধানী দিল্লিতে প্রাণখুলে বাঁচতে চাওয়া মানুষকে নিরাপত্তা দেওয়া নিয়ে বারবার উঠেছে প্রশ্ন...

বিস্ফোরক ধরা পড়তেই তড়িঘড়ি প্ল্যান-বি! দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী হামলার তত্ত্বের সন্দেহ

ধীরগতিতে চলা আই-টোয়েন্টি গাড়ি। তার সূত্র ধরেই দিল্লি বিস্ফোরণের জট ছাড়ানোর চেষ্টায় দেশের একাধিক এজেন্সি। প্রায় ১০০টি সিসিটিভি...

ধর্মেন্দ্র প্রয়াত! সকাল থেকে মৃত্যুর খবরে ধন্দ, ‘মিথ্যা’ দাবি ইশা দেওলের

গুরুতর অসুস্থ ছিলেন। সোমবার তাঁকে ভেন্টিলেশনেও দেওয়া হয়েছিল। চোখের জল ফেলে হাসপাতালে বাবাকে দেখতে এসেছিলেন সানি দেওল (Sunny...
Exit mobile version