Sunday, November 16, 2025

I.N.D.I.A জোটের সমন্বয় কমিটির বৈঠকের দিনক্ষণ ঘোষণা

Date:

Share post:

I.N.D.I.A জোটের তৃতীয় বৈঠকেই তৈরি হয়েছে সমন্বয় কমিটি। ১৪ জনের এই কমিটিতে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ একজাঁক তরুণ প্রজন্মের নেতা। সোমবার রাতে জানিয়ে দেওয়া হল ১৩ সেপ্টেম্বর বিকেল চারটে NCP প্রধান শরদ পাওয়ারের (Sarad Pawer) বাসভবনে হবে এই সমন্বয় কমিটির প্রথম বৈঠক।

মুম্বইয়ে ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠকেই জানানো হয় খুব দ্রুতই বৈঠকে বসবে সমন্বয় কমিটি। সমন্বয় কমিটিতে জোর দেওয়া হয়েছে তরুণ তুর্কিদের উপর। কমিটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) যেমন রয়েছেন, তেমন রয়েছেন আপ সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadda), বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব (Tejaswi Yadav), শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত, ডিএমকে প্রধান এম কে স্ট্যাটিন-সহ ১৪জন সদস্য। তবে, এই কমিটিতে নেই সোনিয়া বা রাহুল গান্ধী। সিপিএম-এর তরফে এখনো কারও নাম ঘোষণা করা হয়নি। তবে, সিপিআইয়ের তরফ থেকে রয়েছেন ডি রাজা (D Raja)।

তরুণ প্রজন্মকে সামনের সারিতে নিয়ে এসে ইন্ডিয়া জোটের প্রচারে নামাতে চাইছে I.N.D.I.A. জোট। অত্যন্ত সুবক্তা বলে পরিচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর জনসভা মানেই জনজোয়ার। সেই কারণে তাঁকে সমন্বয় কমিটিতে রাখা হয়েছে। একই সঙ্গে রাঘব চাড্ডা- তরুণ সাংসদ। অল্প দিনের মধ্যে রাজনীতিতে নিজের জায়গা করেছেন। রয়েছেন লালুপুত্র তেজস্বী যাদব। বিহারের রাজনীতিতে হাত পাকাচ্ছেন এই তরুণ নেতা। বর্তমানে দলের পাশাপাশি সামলাচ্ছেন মন্ত্রিসভা। সঞ্জয় রাউত শিবসেনা দলের মুখপাত্র ও মুখপত্রের সম্পাদক। ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতির ভূস্বর্গে জনভিত্তি মজবুত। এই কমিটিতে উল্লেখযোগ্য ভাবে রয়েছে এনসিপি নেতা শরদ পাওয়ায়। তাঁর দলের ভাঙাভাঙিতে এখন শরদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে, ইন্ডিয়া-য় থাকায় তাঁকে গুরুত্ব দিতে চাইছে জোট। এই সব দিক খেয়াল রেখেই সমন্বয় কমিটি গঠন বলে মনে করা হয়েছে। শীঘ্রই আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে চাইছে ইন্ডিয়া জোটের শরিক দলগুলি। সে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই সমন্বয় কমিটি। এখন প্রথম বৈঠকে তাদের কী সিদ্ধান্ত হয় সেটাই দেখার।

আরও পড়ুন- আচ্ছে দিন! উল্কার বেগে এক বছরে বিজেপির সম্পদ বেড়েছে ১০৫৬ কোটি

spot_img

Related articles

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...

স্বামীর নামে ভুল! SIR ফর্ম হাতে পেয়েও অশান্তি, আত্মঘাতী মহিলা

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন...

ইডেনে হারের নেপথ্যে গম্ভীরের রণকৌশল! WTC তালিকাতেও পতন ভারতের

ইডেনে লজ্জার হার ভারতের(India)। পছন্দ মতো পিচ বানিয়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় অধরাই থাকল ভারতের(India)। টিম...