Sunday, November 9, 2025

সংসদে বিশেষ অধিবেশন: রণকৌশল ঠিক করতে বিরোধী বৈঠকের ডাক কংগ্রেসের

Date:

সংসদের(Parliament) বিশেষ অধিবেশনকে মাথায় রেখে বিরোধী রণকৌশল ঠিক করতে এবার বিরোধী জোটের বৈঠক ডাকলেন কংগ্রেস চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। আগামিকাল মঙ্গলবার বিকেল ৫ টায় ডাকা হয়েছে এই বৈঠক। যেখানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে কংগ্রেসের পার্লামেন্ট্রি কমিটিকে। পাশাপাশি সংসদে সরকারকে চাপে ফেলতে বিরোধীদের পন্থা কী হবে তা ঠিক করতে ইন্ডিয়া(INDIA) জোটের সংসদীয় প্রতিনিধিদের বৈঠক ডাকলেন কংগ্রেস সভাপতি(Congress President) মল্লিকার্জুন খাড়গে(Mallikarjun Kharge)।

আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর সংসদে বিশেষ অধিবেশন ডেকেছে কেন্দ্রের মোদি সরকার। কেন্দ্রীয় সরকারের হঠাৎ ডাকা এই অধিবেশন নিয়ে জল্পনা তৈরি হয়েছে জাতীয় রাজনীতিতে। অনুমান করা হচ্ছে, লোকসভা ভোট এগিয়ে আনা, এক দেশ এক নির্বাচন সহ বেশ কিছু বিল পাশ করাতেই ডাকা হয়েছে এই অধিবেশন। তবে কেন্দ্রের পরিকল্পনা যাই থাক না কেন, মোদি সরকারের জাতীয় স্বার্থবিরোধী কোনও রকম পরিকল্পনা রুখে দিতে এবং আসন্ন অধিবেশনের রণকৌশল ঠিক করতে কংগ্রেস চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর ডাকা দলীয় বৈঠকের পাশাপাশি ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকের ডাক দিয়েছেন কংগ্রেস সভাপতি। এ প্রসঙ্গে কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল জানিয়েছেন, “খাড়গে জি সমমনস্ক বিরোধী দলগুলির সাংসদদের একটি বৈঠক ডেকেছেন আসন্ন অধিবেশনের এজেন্ডা নিয়ে আলোচনা করার জন্য।”

উল্লেখ্য, কেন্দ্র সরকার ১৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সংসদের উভয় কক্ষে অধিবেশনের ডাক দিয়েছে। লোকসভা এবং রাজ্যসভা সচিবালয়গুলি জানিয়েছে, ১৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচদিনে পাঁচটি অধিবেশন রাখা হচ্ছে এবং সদস্যদের পৃথকভাবে অধিবেশনের অস্থায়ী ক্যালেন্ডার সম্পর্কে অবহিত করা হবে। যদিও কোনও রকম পূর্ব আলোচনা ছাড়া সংসদের দুই সদনের বিজনেস এডভাইসরি কমিটিকে না জানিয়ে বিশেষ অধিবেশন ডাকায় সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version