Wednesday, November 5, 2025

রাজনৈতিক প্রতিহিংসায় ব্যবসায়ীদের এজেন্সি-হেনস্থা, বাংলার উন্নয়ন নিয়ে অপপ্রচার: ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

Date:

গত ১২ বছরের রাজ্যের রিয়েল এস্টেটে প্রভুত উন্নতি হয়েছে। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার উন্নয়ন দেখতে পায় না কিছু মানুষ। রাজ্যের নামে অপ্রচার চালায়। এখানকার ব্যবসায়ীদের এজেন্সি (Agency) দিয়ে হেনস্থা করে হয়। বাদ যায় না তাঁর পরিবারও। সোমবার, ধনধান্য স্টেডিয়ামে রিয়েল এস্টেট কনভেনশন, ২০২৩-এর অনুষ্ঠানে নাম না করে বিজেপি তথা বিরোধীদলগুলির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এদিনের অনুষ্ঠানে প্রথমে ভার্চুয়ালি শ্রী সিমেন্টের কারখানার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এরপরেই তিনি জানান, গত ১২বছর অর্থাৎ তৃণমূল জমানায় রাজ্যে রিয়েল এস্টেট ব্যবসায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। দেশের মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে গিয়েছে বাংলা। এর পরেই রাজ্যের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিরোধীদের তুলোধনা করেন মুখ্যমন্ত্রী। নাম না করে বিজেপিকে নিশানা করেন মমতা। তাঁর কথায়, “আমরা তিনটি অর্থনৈতিক করিডর তৈরির সিদ্ধান্ত নিয়েছি। রিয়েল এস্টেট ব্যবসায় বহু মানুষ কাজ করেন। কলকাতায় রিয়েল এস্টেটের দাম সারা দেশের মধ্যে সবথেকে বেশি বেড়েছে। কিছু মহল থেকে সারাক্ষণ বলা হয় বাংলায় উন্নয়ন হয় না। বিরোধীরা এধরনের মিথ্যা প্রচার করে থাকে।“ এরপরেই কেন্দ্রের এজেন্সি রাজ নিয়ে সরব হন মমতা (Mamata Banerjee)। তিনি সরাসরি অভিযোগ করেন, “ব্যবসায়ীদের কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্থা করা হচ্ছে। আমার পরিবারকেও হেনস্থা করা হয়। অথচ আমি কারও থেকে এক পয়সাও নিইনি, এককাপ চাও খায়নি। এর পরেই মুখ্যমন্ত্রী পরামর্শ, “আপনারা ভয় পাবেন না, প্রয়োজনে আদালতের সাহায্য় নিন।“

আরও পড়ুন: দোষীদের কঠোর শা.স্তির দাবি! মুখ্যমন্ত্রীর দ্বারস্থ যাদবপুরে মৃ.ত ছাত্রের বাবা-মা

মুখ্যমন্ত্রী জানান, “আমাদের ল্যান্ড ব্যাঙ্ক আছে। ল্যান্ড ব্যাঙ্ক থেকে যে কোনও শিল্পের প্রয়োজনে জমি পাওয়া সম্ভব। আমাদের রাজ্যে বহু দক্ষ শ্রমিক আছেন। আমাদের রাজ্য থেকে শ্রমিকদের অন্য দেশে-রাজ্যে নিয়ে যাওয়া হয়। কিন্তু অন্য রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকরা সুরক্ষা পান না”

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version