ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ভারতের তারকা উইকেটইরক্ষক ব্যাটার ঋষভ পন্থ। এই মুহূর্তে এনসিএ-তে রিহ্যাব করছেন পন্থ। এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, শরীরচর্চার করছেন পন্থ। জানিয়েছেন, অন্ধকারের শেষে আলোর রেখা দেখতে পেয়েছেন তিনি।
এদিন পন্থ যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন, সেখানে দেখা যাচ্ছে, পায়ের জোর বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছেন তিনি। ডান হাঁটুতে এখনও একটি স্ট্র্যাপ বাঁধা রয়েছে। তাতে অবশ্য তাঁর নড়াচড়া করতে সমস্যা হচ্ছে না। দ্রুত পা নড়াচ্ছেন তিনি। ভিডিও ক্যাপশনে পন্থ লিখেছেন,”ভগবানের কৃপায় অন্ধকারের শেষে আলোর রেখা দেখতে পাচ্ছি। দ্রুত সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছি।”
ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর অস্ত্রোপচার হয় পন্থের। অস্ত্রোপচারের পর এই মুহূর্তে এনসিএ-তে রিহ্যাব করছেন পন্থ। তাঁর ফিটনেসের ওপর নজর রাখছেন চিকিৎসকরা। নজর রাখছে বিসিসিআইও। মনে করা হচ্ছিল আসন্ন একদিনের বিশ্বকাপে খেলানো হবে পন্থকে। কিন্তু সূত্রের খবর বিশ্বকাপ নয়, ২০২৪ আইপিএল-এ কামব্যাক করতে পারেন পন্থ।
আরও পড়ুন:পুত্রসন্তানের বাবা হলেন বুমরাহ, সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন খুশির কথা