ডুরান্ড কাপে হারের ধাক্কা সামলাতে না সামলাতে ফের ধাক্কা ইস্টবেঙ্গলে। চোটের কারণে আগামী কয়েক মাস পাওয়া যাবে না অস্ট্রেলীয় ডিফেন্ডার জর্ডন এলসে। এদিন ক্লাবের তরফ এমনটাই জানান হল। গতকাল ডুরান্ড কাপ ফাইনালে মোহবাগানের বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পান জর্ডন।
এদিন এই নিয়ে ক্লাবের তরফে বিবৃতিতে জানান হয়, ডুরান্ড কাপের ফাইনালে দুর্ভাগ্যজনক ভাবে হাঁটুতে চোট পেয়েছেন জর্ডন এলসে। আগামী কয়েক মাস ওর খেলার সম্ভাবনা নেই। এই কঠিন সময়ে আমরা ওর পাশে থাকব। আশা করব, দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবে এলসে।”
রক্ষণ শক্তিশালী করতে আনা হয়েছিল অস্ট্রেলীয় এই ডিফেন্ডারকে। কিছু দিন পরেই শুরু হবে আইএসএল। তার আগে এলসের এই চোট নিঃসন্দেহে বড় ধাক্কা লাল-হলুদ শিবিরে।
গতকাল ডুরান্ড কাপ ফাইনালে মোহনবাগানের কাছে ১-০ গোলে হারে ইস্টবেঙ্গল। বাগানের হয়ে একমাত্র গোলটি করেন দিমিত্রি পেত্রাতোস।
আরও পড়ুন:ডার্বির পর আক্রান্ত লাল-হলুদ সমর্থকরা, মুখ্যমন্ত্রীকে জানানোর সিদ্ধান্ত ইস্টবেঙ্গলের