Friday, November 14, 2025

দেশের ইতিহাস মুছে ফেলে নিজেদের ইচ্ছেমতো এটা ওটা বদল ঘটানোর চেষ্টায় একের পর সিদ্ধান্ত নিয়ে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার (BJP Governor)। এবার দেশের নাম পরিবর্তনের পথে হাঁটতে চলেছে কেন্দ্র। প্রশ্ন উঠছে সব ভাষাতেই দেশের নাম INDIA থেকে ‘ভারত’ হওয়ার পথে? সংসদের বিশেষ অধিবেশনের আগে এই জল্পনাই বাড়ছে। ঠিক এই অবস্থায় আচমকা বিগ বি- এর পোস্ট ঘিরে আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন তাহলে কি মোদি সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে এমন পোস্ট করলেন অমিতাভ (Amitabh Bachchan)!

দিন কয়েক আগেই রাখী উৎসবে মুম্বইয়ে বচ্চন ভিলা ‘জলসা’তে চা- চক্রে যোগ দেন বাংলার মুখ্যমন্ত্রী (CM)। তিনি সেখান থেকে বেরিয়ে অমিতাভকে ভারতরত্ন দেওয়ার দাবিও তোলেন। এর কয়েকদিনের মাথায় শাহেনশার এহেন পোস্ট ঘিরে জল্পনা বাড়ছে। কী লিখেছেন অমিতাভ? আজ দুপুর ১.১২ মিনিট নাগাদ একটি টুইট করেন অভিনেতা। লেখেন, ‘ ভারতমাতা কি জয়’। তাহলে কি মোদির সরকারের সঙ্গেই সহমত পোষণ করছেন অভিনেতা?

বিরোধী দলের তরফে কেন্দ্রের এই ভাবনা চিন্তার বিরোধিতা করা হয়েছে। যেহেতু বিজেপি বিরোধী শক্তি একজোট হয়ে I.N.D.I.A নামে লোকসভা নির্বাচনে লড়তে চলেছে, তাই কি গেরুয়া শাসকরা ভয় পেয়ে গেলেন? অনেকেই এমন কথা বলছেন। রাইসিনা হিলের তরফে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে জি-২০ সম্মেলন উপলক্ষে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। সেখানে ইংরেজিতে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র (President of India) পরিবর্তে লেখা ‘প্রেসিডেন্ট অফ ভারত'(President of Bharat)। যা নিয়ে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।কংগ্রেস নেতা জয়রাম রমেশ (Jairam Ramesh) টুইট করেছেন, “সংবিধানের ২ নং অনুচ্ছেদে সাফ বলা রয়েছে, ‘ভারত অর্থাৎ ইন্ডিয়া, রাজ্যের সমষ্টি হিসেবে বিবেচিত হবে’। কিন্তু সেই যুক্তরাষ্ট্রের উপরই আঘাত হানা হচ্ছে।” বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষক দিবসের অনুষ্ঠানেও এই বিষয়টি উত্থাপন করে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন।

Related articles

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।...

কংগ্রেসের হাত ধরলেই ভরাডুবি! বিজেপিকে রুখতে পারে একমাত্র তৃণমূল: লিটমাস টেস্ট বিহারে

কংগ্রেসের (Congress) হাত ধরলেই কি ভরাডুবি? ফের আরেকবার প্রশ্ন উঠল বিহার নির্বাচনের ফল প্রকাশের পরে। আর তার সঙ্গে...

পরকীয়া বাধা পেয়ে স্বামীকে খুন! অভিযোগে ইসলামপুরে আটক স্ত্রী

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে (Husband) খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। শুক্রবার ঘটনায় ইসলামপুরে (Islampur) ব্যাপক...

এবার শিলিগুড়ি, ভোটার তালিকা থেকে মেয়ের নাম বাদ পড়ায় আত্মঘাতী বৃদ্ধ!

এসআইআর আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে। ন্যায্য ভোটারদের নাম বারবার বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। বহু মানুষ নিজেদের নামে...
Exit mobile version