Sunday, November 9, 2025

INDIA বনাম NDA: ৬ রাজ্যের ৭ উপনির্বাচনে শেষ হল ভোটগ্রহণ, বাংলায় ভোটের হার ৭৫.৮২%

Date:

লোকসভা নির্বাচনকে(Loksava Election) নজরে রেখে NDAকে টেক্কা দিতে সদ্য গঠিত হয়েছে বিরোধী মহাজোট INDIA. মহারণের আগে মঙ্গলবার প্রথম লড়াই, আর এই লড়াই থেকেই জল মেপে নিতে চাইছে দুই শিবির। ৬ রাজ্যের ৭ উপনির্বাচনে(Bypoll election) উৎসবের মেজাজে সম্পন্ন হল নির্বাচন পর্ব। পশ্চিমবঙ্গ(ধুপগুড়ি), ঝাড়খণ্ড(ডুমরি), উত্তরাখণ্ড(বাগেশ্বর), উত্তরপ্রদেশ(ঘোষি), কেরালা(পুথুপল্লী), ত্রিপুরা(বক্সানগর ও ধনপুরে) এই ছয় রাজ্যে উপনির্বাচনে ভোট পড়ল বিপুল সংখ্যায়। এর মধ্যে বাংলার ধুপগুড়ি কেন্দ্রে ভোট পড়ল ৭৫.৮২ শতাংশ। পাশাপাশি অন্যান্য রাজ্যগুলিতেও ভোটের হার আশানুরূপ।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এদিন পশ্চিমবঙ্গের ধূপগুড়ি কেন্দ্রের বিকেল ৫ টা পর্যন্ত ভোট পড়েছে ৭৫.৮২ শতাংশ। উত্তরাখণ্ডের বাগেস্বর কেন্দ্রের উপনির্বাচনে বিকেল ৫ টা পর্যন্ত ভোট পড়েছে ৫৫.৩৯ শতাংশ। উত্তরপ্রদেশের ঘোষি বিধানসভা উপনির্বাচনে ৫ টা পর্যন্ত ভোট পড়েছে ৫৯.৪২ শতাংশ। পাশাপাশি বাকি তিন রাজ্যের ৪ কেন্দ্রেও উপনির্বাচনে ভোটের হার আশানুরূপ। আগামী ৮ সেপ্টেম্বর ৬ রাজ্যের ৭ উপনির্বাচনে ফল ঘোষণা হবে। সেখানে নির্বাচনী ফলাফলের দিকে নজর রয়েছে গোটা দেশের। ২৪-এর লোকসভা নির্বাচনের আগে কোনদিকে পাল্লা ভারি তার প্রাথমিক ধারনা তৈরি করে লড়াইয়ে ঝাঁপাবে দুই শিবির।

উল্লেখ্য, ছোট নির্বাচন হলেও এই ভোটের গুরুত্ব অপরিসীম। এর কারণ দুটি। অ-বিজেপি রাজ্য পশ্চিমবঙ্গ ও কেরালা ছাড়া বাকি চার রাজ্যে ইন্ডিয়া জোটের দলগুলো পরস্পরের বিরুদ্ধে প্রার্থী দেয়নি। অতীতের নির্বাচনে প্রতিটি আসনেই কংগ্রেস ওই রাজ্যের স্থানীয় দলের বিরুদ্ধে প্রার্থী দিয়েছিল। তবে ইন্ডিয়া জোট গঠনের পর দুই রাজ্য ছাড়া বাকি ৪ রাজ্যে ‘যে যেখানে শক্তিশালী’ এই ফর্মুলায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে ইন্ডিয়া জোটের সঙ্গিরা। বাকি দল গুলির তরফে জোগানো হয়েছে সমর্থন। ফলস্বরূপ এই নির্বাচনের ফলাফলকে অধিক গুরুত্ব দিচ্ছে যুযুধান দুই শিবিরই।

Related articles

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...
Exit mobile version