Saturday, November 22, 2025

যাদবপুরের র‌্যা.গিং কাণ্ডে চার বর্তমান পড়ুয়াকে আজীবন বহি.ষ্কারের সুপারিশ!

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University)ঘটনায় নয়া মোড় । এবার উপাচার্য বুদ্ধদেব সাউয়ের (Buddhadeb Sau)কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিল বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটি। সেখানে চার বর্তমান পড়ুয়াকে আজীবন বহিষ্কারের সুপারিশ করা হয়েছে বলে খবর। পাশাপাশি র‌্যাগিং কাণ্ডে কয়েক জন প্রাক্তনীর বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়ার সুপারিশও হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। এখনও পর্যন্ত জানা যাচ্ছে রিপোর্টের উপর ভিত্তি করে সিনিয়রদের একাংশকে হস্টেল ছাড়তে হতে পারে। ঘটনার দিন সিনিয়র হয়েও কেন চুপ ছিলেন তাঁরা, এই নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ উপাচার্য।

গত মাসের শুরুতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উঠে আসে র‌্যাগিং তত্ত্ব। এরপর রাজ্য রাজনীতি উত্তাল হয়। এই ঘটনার প্রতিবাদে জায়গায় জায়গায় বিক্ষোভ হয়। ইসরো থেকে শুরু করে ইউজিসির প্রতিনিধিদলের আগমন হয়েছে যাদবপুরে। একাধিক বদল হয়েছে শিক্ষাঙ্গনের অন্দরেও। পুলিশি তদন্তের পাশাপাশি, অভ্যন্তরীণ একটি তদন্ত কমিটি গড়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেই তদন্ত কমিটিই মঙ্গলবার চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে। সেখানে বলা হয়েছে–

র‌্যাগিং কাণ্ডে চার বর্তমান পড়ুয়াকে আজীবন বহিষ্কার করতে হবে

১৫ জন পড়ুয়াকে একটি সেমেস্টার থেকে সাসপেন্ড করতে হবে

১১ জনকে দুটি সেমেস্টার থেকে সাসপেন্ড করতে হবে

৫ জনকে চারটি সেমেস্টারের জন্য সাসপেন্ড করা হতে পারে

গবেষণা শেষে একজন গবেষক আর ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না

পড়ুয়া মৃত্যুর রাতে হস্টেলে যে প্রাক্তনীরা ছিলেন তাঁদের ছ’জনের বিরুদ্ধে FIR করতে হবে

সিনিয়রদের একাংশকে হস্টেল ছাড়তে হবে

অভ্যন্তরীণ কমিটির রিপোর্টের সুপারিশ মেনে এই প্রাক্তনীরা আর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে থাকতে পারবেন না বলেই মনে করা হচ্ছে। এগ্‌জিকিউটিভ কাউন্সিল (EC)-এর বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর।

spot_img

Related articles

দাবি আদায়ে অপহরণ ২০০ স্কুলপড়ুয়াকে! নাইজেরিয়ায় এক সপ্তাহে দুবার হামলা

প্রশাসনের বিরুদ্ধে নিজেদের দাবি আদায় অপহরণের পথ বেছে নিয়েছে নাইজেরিয়ার জেহাদি গোষ্ঠীগুলি। উত্তর নাইজেরিয়ায় (Nigeria) বারবার অপহরণের (abduction)...

বিশ্বকাপের আগেই ফিফার মেগা টুর্নামেন্ট, সুযোগ পাবে ভারত?

আগামী বছর উত্তর আমেরিকার তিন দেশে হবে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ। আগামী বছর ফিফা বিশ্বকাপ(FIFA World Cup) হবে ৪৮...

চক্রব্যূহে ফাঁসলে বেরোনো খুব কঠিন: নীরবতা ভেঙে কাকে নিশানা ধনকড়ের!

“ঈশ্বর করুন, যেন কেউ চক্রব্যূহে না পড়ে। চক্রব্যূহে কেউ ফাঁসলে বেরোনো খুব কঠিন“- উপরাষ্ট্রপতি পদে ইস্তাফা দেওয়ার দীর্ঘদিন...

আফটার শক বাংলাদেশে: শনিবার ফের কেঁপে উঠল বাইপাইল

শুক্রবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা। মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। ভূমিকম্পের (earthquake) জেরে আফটার শকের...