Tuesday, August 26, 2025

কসবায় দশম শ্রেণির ছাত্রের রহস্যমৃ.ত্যুতে অধ্যক্ষ সহ ৪ জনের বিরুদ্ধে খু.নের মামলা

Date:

কসবায় বেসরকারি স্কুলের দশম শ্রেণির পড়ুয়ার রহস্যমৃত্যুর ঘটনায় ৩০২ ধারায় খুনের মামলা দায়ের করল পুলিশ। স্কুলের অধ্যক্ষ সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। ১২০ বি ধারায় ষড়যন্ত্রের মামলাও দায়ের। দশম শ্রেণির ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনায় মৃতের বাবা স্কুলের বিরুদ্ধে কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। স্কুলের অধ্যক্ষ, সহ-অধ্যক্ষ ও ২ জন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। ষড়যন্ত্র করে তাঁর ছেলেকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতেই খুনের মামলা রুজু করেছে পুলিশ।

আজ মঙ্গলবার ময়নাতদন্ত হবে মৃত ছাত্রের। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করেছে পুলিশ। যাদবপুরের পর কসবা। এক বেসরকারি স্কুলের পাঁচতলা থেকে পড়ে দশম শ্রেণির এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে সোমবার তীব্র চাঞ্চল্য ছড়ায় কসবা এলাকায়। পরিবারের অভিযোগ, সময় মতো প্রজেক্ট জমা করতে না পারায় ওই ছাত্রের উপর মানসিক চাপ দেওয়া হচ্ছিল।

পুলিশ সূত্রের খবর, মৃত ছাত্রের নাম শেখ শান। সোমবার তার প্রজেক্ট জমা দেওয়ার কথা ছিল। প্রজেক্টের খাতা সে নিয়ে যায়নি। যার জেরে ক্লাসের দুই শিক্ষিকা তাকে শাস্তি দেন বলে অভিযোগ। এরপর সে ক্লাস থেকে বেরিয়ে গিয়েছিল। সোমবার দুপুরে ওই ছাত্রকে গুরুতর আহত অবস্থায় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

এই ঘটনায় স্কুলের নিরাপত্তা নিয়েও।প্রশ্ন উঠছে। ছাত্রের বাবা অভিযোগ, সোমবার প্রজেক্ট জমা দেওয়ার কথা ছিল। দিতে পারেনি বলে, ওকে বকাবকি করেন শিক্ষকরা। কান ধরে দাঁড় করিয়েও রাখা হয়েছিল সবার সামনে। ও অপমানিত বোধ করেছিল। ওই ছাত্রের পরিবারের অভিযোগ, কেন স্কুলের নিরাপত্তারক্ষীরা ছাত্রের গতিবিধির দিকে নজর রাখল না। মৃত ছাত্রের বাবার আরও চাঞ্চল্যকর দাবি, পাঁচতলা থেকে পড়ে তাঁর ছেলের মৃত্যু হলেও শরীরের কোনও হাড় ভাঙেনি। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন:কো.ভিড আক্রান্ত বাইডেন পত্নী! মার্কিন প্রেসিডেন্টের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা

 

 

 

 

 

Related articles

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...

জারি উন্নয়ন, তবু ভোট কম কেন? দক্ষিণ দিনাজপুর-জঙ্গিপুর বৈঠকে প্রশ্ন তুলে বার্তা অভিষেক

বিধানসভা ভোটকে নজরে রেখে জেলাওয়ারি বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার, দক্ষিণ...

জয়ের ধারা অব্যাহত জর্জের বিরুদ্ধেও, লিগ টেবলে শীর্ষস্থান শক্তিশালী করল ইস্টবেঙ্গল

মঙ্গলবার কলকাতা লিগে ইস্টবেঙ্গল(Eastbengal) ৪-০ গোলে হারাল জর্জ টেলিগ্রাফকে(George Telegraph)। টানা তিনটি ম্যাচে জয় পাওয়ায় গ্রুপ এ-তে ইস্টবেঙ্গলই...
Exit mobile version