Sunday, August 24, 2025

কো.ভিড আক্রান্ত বাইডেন পত্নী! মার্কিন প্রেসিডেন্টের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা

Date:

করোনা আক্রান্ত মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন। চিকিৎসকেরা তাঁকে কোভিড-পজিটিভ বলে ঘোষণা করেছেন। আপাতত তিনি বাইডেন পরিবারের ‘ফার্ম হাউসে’ রয়েছেন। তবে এর জেরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভারতে আসা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

আরও পড়ুনঃ G-20 সম্মেলনের আগেই ৮ সেপ্টেম্বর দিল্লিতে মোদি-বাইডেন বৈঠক
হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, ‘মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন করোনা আক্রান্ত। তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের রিপোর্ট নেগেটিভ এসেছে। এই সপ্তাহে প্রেসিডেন্টকে পর্যবেক্ষণে রাখা হবে। তাঁর কোনও উপসর্গ দেখা দেয় কি না তাঁর উপর নজর রাখা হবে।’ কিন্তু বাইডেনের আসন্ন বিদেশ সফর নিয়ে এই মুহূর্তে কিছু জানায়নি হোয়াইট হাউস।
বাইডেন পত্নীকে কোভিড-পজিটিভ ঘোষণার খবরে চিন্তা বেড়েছে ভারতের। আগামী শনিবার থেকে দিল্লিতে শুরু হচ্ছে জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলন। সেখানে সস্ত্রীক জো বাইডেনের অংশ নেওয়ার কথা।
শুক্রবার সকালে মার্কিন প্রেসিডেন্টের বিমান দিল্লিতে অবতরণের কথা। বাইডেন পত্নীর করোনা আক্রান্ত হওয়ার খবরে মার্কিন প্রেসিডেন্টের সফর ঘিরেও খানিক অনিশ্চিয়তা তৈরি হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনের প্রেসিডেন্ট শি জিংপিং সম্মেলনে যোগ দিচ্ছেন না, আগেই জানিয়েছেন দুই দেশ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধি অনুযায়ী প্রেসিডেন্ট বাইডেনের এখন কিছুদিন নিভৃতবাসে থাকার কথা। যদিও হোয়াইট হাউস সূত্রে বলা হয়েছে, চিকিৎসকেরা নিয়মিত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্টের শরীরে কোনও ধরনের সংক্রমণ আছে কিনা। এখনও পর্যন্ত তিনি করোনামুক্ত। ফাস্ট লেডির সংক্রমণও তেমন জোরালো নয়। হোয়াইট হাউস এখনও পর্যন্ত প্রেসিডেন্ট বাইডেনের সফর নিয়ে কোনও দুশ্চিন্তার কথা জানায়নি।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version