Tuesday, November 4, 2025

কো.ভিড আক্রান্ত বাইডেন পত্নী! মার্কিন প্রেসিডেন্টের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা

Date:

করোনা আক্রান্ত মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন। চিকিৎসকেরা তাঁকে কোভিড-পজিটিভ বলে ঘোষণা করেছেন। আপাতত তিনি বাইডেন পরিবারের ‘ফার্ম হাউসে’ রয়েছেন। তবে এর জেরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভারতে আসা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

আরও পড়ুনঃ G-20 সম্মেলনের আগেই ৮ সেপ্টেম্বর দিল্লিতে মোদি-বাইডেন বৈঠক
হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, ‘মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন করোনা আক্রান্ত। তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের রিপোর্ট নেগেটিভ এসেছে। এই সপ্তাহে প্রেসিডেন্টকে পর্যবেক্ষণে রাখা হবে। তাঁর কোনও উপসর্গ দেখা দেয় কি না তাঁর উপর নজর রাখা হবে।’ কিন্তু বাইডেনের আসন্ন বিদেশ সফর নিয়ে এই মুহূর্তে কিছু জানায়নি হোয়াইট হাউস।
বাইডেন পত্নীকে কোভিড-পজিটিভ ঘোষণার খবরে চিন্তা বেড়েছে ভারতের। আগামী শনিবার থেকে দিল্লিতে শুরু হচ্ছে জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলন। সেখানে সস্ত্রীক জো বাইডেনের অংশ নেওয়ার কথা।
শুক্রবার সকালে মার্কিন প্রেসিডেন্টের বিমান দিল্লিতে অবতরণের কথা। বাইডেন পত্নীর করোনা আক্রান্ত হওয়ার খবরে মার্কিন প্রেসিডেন্টের সফর ঘিরেও খানিক অনিশ্চিয়তা তৈরি হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনের প্রেসিডেন্ট শি জিংপিং সম্মেলনে যোগ দিচ্ছেন না, আগেই জানিয়েছেন দুই দেশ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধি অনুযায়ী প্রেসিডেন্ট বাইডেনের এখন কিছুদিন নিভৃতবাসে থাকার কথা। যদিও হোয়াইট হাউস সূত্রে বলা হয়েছে, চিকিৎসকেরা নিয়মিত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্টের শরীরে কোনও ধরনের সংক্রমণ আছে কিনা। এখনও পর্যন্ত তিনি করোনামুক্ত। ফাস্ট লেডির সংক্রমণও তেমন জোরালো নয়। হোয়াইট হাউস এখনও পর্যন্ত প্রেসিডেন্ট বাইডেনের সফর নিয়ে কোনও দুশ্চিন্তার কথা জানায়নি।

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version