ইডির নোটিশ নিয়ে মুখ খুললেন নুসরত, কী বললেন সাংসদ-অভিনেত্রী?

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নোটিশের খবর তিনি সংবাদ মাধ্যমেই শুনছেন তিনি। তবে এখনও ইডির তরফে পাঠানো কোনও চিঠি পাননি বলেই দাবি করেছেন নুসরত জাহান

নুসরত জাহান

সাংসদ-অভিনেত্রী নুসরত জাহানকে তলব করল ইডি। আগামী মঙ্গলবার সল্টলেক সিজিও কমপ্লেক্সে তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নুসরত জাহানের বিরুদ্ধে ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছিল। নুসরতের সঙ্গে ওই সংস্থার ডিরেক্টর রাকেশ সিংকেও তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। সকাল থেকেই সংবাদ মাধ্যমে এই খবর চাউর। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন খোদ সাংসদ-অভিনেত্রী। তিনি জানান, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নোটিশের খবর তিনি সংবাদ মাধ্যমেই শুনছেন। তিনি এখনও ইডির তরফে পাঠানো কোনও চিঠি পাননি বলেই দাবি করেছেন। তবে ঘটনা যাই ঘটে থাকুক না কেন, তদন্তকারীদের সম্পূর্ণ সহযোগিতা করবেন বলে জানিয়েছেন নুসরত।

সেভেন্থ সেন্স ইনফ্রাস্টাচারের ডিরেক্টর থাকাকালীন ২৪ কোটি টাকা বেআইনি লেনদেনের সঙ্গে জড়িত বলে গড়িয়াহাট থানায় এইআইআর দায়ের হয়েছিল নুসরতের বিরুদ্ধে। এরপর নুসরত প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে দাবি করেন, তিনি কোনও আর্থিক দুর্নীতিতে যুক্ত নন। সংস্থাটির ডিরেক্টর থাকাকালীন কোটি টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তা ফেরত দিয়ে দেন।

নুসরতের দাবি ছিল, ‘এই কোম্পানি থেকে ২০১৭-র ১ মার্চ আমি রিজাইন করি। আমার বাড়ি দুর্নীতির টাকা দিয়ে কেনা নয়। এই কোম্পানি থেকে আমি লোন নিই। ১ কোটি ১৬ লাখ ৩০ হাজার ২৮৫ টাকা লোন নিই। ২০১৭-র ৬ মে সুদ সহ ১ কোটি ৪০ লাখ ৭১ হাজার ৯৯৫ টাকা ফেরৎ দিই এই কোম্পানিতে। সব ব্যাংক ডিটেইলস ও রেকর্ড আমার কাছে আছে। আমি কোনওদিনই এরকম কোনও কাজ না করেছি, না করব। ৩০০ শতাংশ চ্যালেঞ্জ করে বলতে পারি, দুর্নীতির সঙ্গে আমি কোনওভাবেই জড়িত নয়।’

আরও পড়ুন- Flipkart: উৎসবের মরশুমে ১ লক্ষ কর্মী নিয়োগ ফ্লিপকার্টে

Previous articleFlipkart: উৎসবের মরশুমে ১ লক্ষ কর্মী নিয়োগ ফ্লিপকার্টে
Next articleযাদবপুরে মৃ.ত ছাত্রের মা-কে স্বাস্থ্য দফতরে নিয়োগ দিল রাজ্য সরকার