Thursday, August 28, 2025

প্যাকেটে ১টা বিস্কুট কম, গ্রাহককে ১ লক্ষ টাকা জরিমানা দিল কোম্পানি

Date:

বাঙালির আড্ডায় চায়ের সঙ্গে বিস্কুটের (Biscuit) জুড়ি মেলা ভার। আর এখানেই বাজিমাত করেছে মেরি বিস্কুট (Marie Biscuit)। যেকোনও বাঙালি ঘরে প্যাকেট প্যাকেট মেরি বিস্কুট যেন মাসকাবারি বাজারের তালিকায় স্বমহিমায় বিরাজমান। সেই বিস্কুটের প্যাকেটে ১ টা বিস্কুট কম থাকায় জরিমানা হিসেবে ১ লক্ষ টাকা দিল ITC। চেন্নাইয়ের একটি কনজিউমার কোর্ট এক গ্রাহককে ক্ষতিপূরণ বাবদ এই পরিমাণ টাকা দেওয়ার আইটিসি (ITC) লিমিটেডকে নির্দেশ দিয়েছে।

আজ থেকে বছর দুয়েক আগে চেন্নাইয়ের মাথুরের দিলীবাবু নামের এক ব্যক্তি রাস্তার কুকুরদের খাওয়ানোর জন্য মানালির একটি রিটেইল দোকান থেকে দুই ডজন ‘সান ফিস্ট মারি লাইট’ বিস্কুটের প্যাকেট কিনেছিলেন। প্যাকেটে ১৬ টার জায়গায় ১৫ টা বিস্কুট দেখে প্রাথমিক ভাবে ওই দোকান, স্টোর ও আইটিসি-র সঙ্গে যোগাযোগ করেন ওই ব্যক্তি। দিলীবাবু জানিয়েছিলেন, প্রতিটি বিস্কুটের দাম ৭৫ পয়সা রয়েছে। আইটিসি লিমিটেড দিনে প্রায় ৫০ লক্ষ প্যাকেট তৈরি করে। প্যাকেটের পিছনের লেখা উল্লেখ করে তিনি দাবি করেন, কোম্পানি প্রতিদিন ক্রেতাদের কাছ থেকে ২৯ লক্ষ টাকার বেশি সংগ্রহ করেছে। এমন অভিযোগের পরেই নড়েচড়ে বসে ITC-ও। তাদের তরফে বলা হয় যে পণ্যটি শুধুমাত্র ওজনের ভিত্তিতে বিক্রি হয়েছিল, বিস্কুটের সংখ্যার ভিত্তিতে নয়। যদিও এই যুক্তি ধোপে টেকেনি। প্যাকেটে লেখা ছিল ৭৬ গ্রাম ওজন কিন্তু বাস্তবে পরীক্ষা করে দেখা যায় প্যাকেটে বিস্কুটের ওজন রয়েছে ৭৪ গ্রাম। আইটিসি জানায় ২০১১ সালের আইনগত পরিমাপ বিধি প্রি-প্যাকেজ করা পণ্যের ক্ষেত্রে সর্বোচ্চ সাড়ে ৪ গ্রাম পর্যন্ত ছাড় দেয়। কিন্তু ফোরাম জানায় এই নিয়ম বিস্কুটের উপর প্রযোজ্য নয়। এরপরেই আদালতের নির্দেশ মতো ওই ব্যাচের বিস্কুট বিক্রি বন্ধের নির্দেশ আসে। পাশাপাশি ওই ব্যক্তিকে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয় ITC।

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version