চন্দননগরে ডে*ঙ্গি আক্রান্ত যুবকের মৃ*ত্যু

0
1

বর্ষার মরশুম আসতেই দাপট বেড়েছে ডেঙ্গির। একের পর এক করে সংক্রমণ বাড়ছে। মঙ্গলবারই বনগাঁ মহকুমায় ডেঙ্গি আক্রান্ত হয়ে এক তরুণীর মৃত্যু হয়। পাশপাশি মৃত্যু হয়েছে চন্দননগরের এক যুবকেরও।

আরও পড়ুনঃ শীঘ্রই ভারতে আসছে ডেঙ্গির ভ্যাকসিন! কবে থেকে মিলবে জানুন
জানা গেছে, চন্দনগরের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত যুবকের নাম অভিষেক হরিজন(২১)। তিনি চন্দনগর ধর্মরাজতলা এলাকার বাসিন্দা। কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। গত ২৮ অগস্ট তাঁকে হাসপাতালে ভর্তি করানো হলে তাঁর ডেঙ্গি রিপোর্ট পজিটিভ আসে। এরপর চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়।
এই ঘটনায় হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমা ভুঁইয়া জানিয়েছেন, ভাইরাল জ্বরের মধ্যেই ডেঙ্গি প্রকোপ বাড়ছে। জ্বর তিনদিনের মধ্যে না কমলে ডেঙ্গির পরীক্ষা করিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। স্বাস্থ্য আধিকারিক জানাচ্ছেন, হাইব্রিড সিসিইউ খোলার চেষ্টা চলছে জেলায়। স্বাস্থ্যকর্মীদেরও তৎপর থাকতে বলা হয়েছে।