Sunday, May 4, 2025

পাকিস্তান থেকে সরেছে এশিয়া কাপ, জয় শাহ’র কাছে মোটা টাকা ক্ষতিপূরণ চাইল PCB : সূত্র

Date:

চলছে এশিয়া কাপ। এবার এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। পাকিস্তান আয়োজক হলেও এশিয়া কাপের বেশিরভাগ ম‍্যাচ হচ্ছে শ্রীলঙ্কায়। ভারতীয় দল পাকিস্তানে খেলতে না যাওয়ায় পাকিস্তান এবং শ্রীলঙ্কায় মিলিয়ে হচ্ছে এশিয়া কাপের ম‍্যাচ। দুই সেমিফাইনাল এবং ফাইনাল মিলিয়ে বেশিরভাগ ম‍্যাচই হচ্ছে লঙ্কায়। আর এই ম‍্যাচ সরে যাওয়ার কারণেই এবার ভারতীয় ক্রিকেট বোর্ড সচিব জয় শাহ’র কাছে মোটা টাকা ক্ষতিপূরণ চাইল পাকিস্তান ক্রিকেট বোর্ড। জয় শাহ এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও সভাপতি। ম্যাচ সরানোর সিদ্ধান্ত তিনিই নিয়েছিলেন। তাই তাঁর কাছে ক্ষতিপূরণ দাবি করেছে পিসিবি।

এই নিয়ে পিসিবি আনুষ্ঠানিক ভাবে কিছু না জানালেও বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, জয় শাহকে চিঠি দিয়েছেন পাক বোর্ডের চেয়ারম্যান জাকা আশরফ। ক্ষতিপূরণ দাবি করার পাশাপাশি আশরফ প্রশ্ন করেছেন, শেষ মুহূর্তে ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়ার নেপথ্যে কারা দায়ী? পাকিস্তানের অভিযোগ, তাদের না জানিয়েই ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে দেওয়া হয়েছিল। বোর্ডের ওই আধিকারিক আরও জানিয়েছেন, চিঠিতে আশরফ লিখেছেন, বৃষ্টির কারণে এশিয়া কাপের সুপার ফোরের মাঠ বদল করার কথা ভাবা হয়েছিল। কিন্তু ভারতের আপত্তিতে তা করা যায়নি।

আশরফের দাবি, গত ৫ সেপ্টেম্বর একটি বৈঠকে ঠিক হয় যে ম্যাচ কলম্বো থেকে ম‍্যাচ সরে যাবে। কিন্তু শেষ মুহূর্তে সব বদলে যায়। নেপাল ও শ্রীলঙ্কার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় যে ম্যাচ কলম্বোতেই হবে। পাকিস্তানকে সেই বৈঠকের কথা জানানো হয়নি বলে অভিযোগ।  সমালোচনা করেছেন তিনি।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

 

 

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version