Tuesday, August 26, 2025

শাহরুখে মজল সাউথ ইন্ডিয়া! ‘জওয়ান’-এর হাত ধরে দক্ষিণে দুরন্ত এন্ট্রি

Date:

দেশব্যাপী ‘জওয়ান’ জ্বর। মধ্যরাত থেকে শুরু করে বিকেল পর্যন্ত শাহরুখ খানের (Shahrukh Khan)নতুন ছবি ঘিরে উন্মাদনা কমার লেশমাত্র নেই। কলকাতা থেকে মুম্বই (Kolkata to Mumbai) সর্বত্রই একই ছবি। কিন্তু এবারের আকর্ষণ দক্ষিণ ভারত। কারণ পুরো সিনেমা জুড়েই দেশের দক্ষিণ ভারতের নানা ট্রিটমেন্ট চোখে পড়েছে। নায়িকা থেকে পরিচালক, সঙ্গীত থেকে অ্যাকশন ‘জওয়ান’ (Jawan)ঘিরে তুঙ্গে উন্মাদনা। এই ছবি যেন দক্ষিণে শাপমুক্তি ঘটাল বলিউডের (Bollywood)। কিং খানের দক্ষিণে দুরন্ত এন্ট্রি হল বলছেন সিনে বিশ্লেষকরা। সাধারণত মায়ানগরীতে বলিউড (Bollywood)তারকাদের নিয়ে যে উন্মাদনা, দক্ষিণ ভারতে গেলে সেই ভিড় দেখা যায় না। এতদিনের চেনা ছবির ভিড়ে ব্যতিক্রম ‘জওয়ান’। থালাইভার ছবিতে যেমন পাগলামি দেখা যায় এই বার সেটাই দেখা গেল জওয়ানের ক্ষেত্রে। চেন্নাইয়ে ‘জওয়ান’ ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার আগে প্রেক্ষগৃহের সামনে রাখা বিশালাকার শাহরুখের পোস্টারে ফুলের মালা পরালেন অনুরাগীরা, সঙ্গে আবার দুধ দিয়ে প্রিয় হিরোকে স্নান করাতে দেখা গেল এদিন। এমনকী, শাহরুখের কায়দায় হাত ছড়িয়ে, গোটা চেন্নাইয়ে বাজিগরের ম্যাজিক। সমাজমাধ্যমে ভাইরাল সেই ভিডিও।

চলতি বছরের শুরুতেই যখন ‘ পাঠান’ (Pathan)রিলিজ করে তখন দেশের সর্বত্র রেকর্ড বিজনেস হলেও দক্ষিণ ভারতে শাহরুখ ক্যারিশ্মা চলেনি। কিন্তু ‘ জওয়ান’ এখানেও রেকর্ড করল। এই সিনেমাকে রীতিমতো বরণ করে আপন করে নিলেন দক্ষিণী অনুরাগীরা। শুধু হিন্দি নয়, তামিল, তেলুগুর মতো দক্ষিণী ভাষাতেও মুক্তি পেয়েছে শাহরুখের ছবি। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী তারকা নয়নতারা (Nayantara)এবং বিজয় সেতুপতি। বিশেষ একটি চরিত্রে আছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। অ্যাটলির পরিচালনার পাশাপাশি নয়নতারা এবং বিজয়কে নিয়েও উৎসাহিত দক্ষিণী দর্শকেরা। ফলে, দক্ষিণ ভারতে আরও বেশি সাড়া পাচ্ছে ‘জওয়ান’।

Related articles

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...
Exit mobile version