Friday, January 30, 2026

জি-২০ কাউন্ট-ডাউন শুরু, দিল্লিতে বাইডেনের ত্রিস্তরীয় নিরাপত্তা

Date:

Share post:

অপেক্ষা আর আর কয়েকঘণ্টার। শুরু কাউন্ট-ডাউন। জি-২০ সম্মেলনকে সামনে রেখে রাজধানী দিল্লির বুকে পা রাখতে শুরু করবেন দুনিয়ার তাবড় রাষ্ট্রনেতারা। প্রায় এক বছরের প্রস্তুতির চূড়ান্ত পর্যায়। এই প্রথম জি-২০ সম্মেলনের আতিথেয়তার দায়িত্বে ভারত। তাই নিরাপত্তায় কোনও ফাঁকফোকড় রাখতে চায় না কেন্দ্রীয় সরকার।

নিরাপত্তার বজ্র আঁটুনিতে প্রায় ১৩ হাজার পুলিশ, সেনা ও আধাসেনার ঘেরাটোপে থাকবে গোটা রাজধানী শহর। মোতায়েন করা হয়েছে অ্যান্টিড্রোন সিস্টেম। প্রগতি ময়দানে নেতা-মন্ত্রীদের গাড়ির জন্যও নো-এন্ট্রি লাগু করা হয়েছে।

আগামিকাল, দিল্লিতে এসে পৌঁছবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর নিরপত্তায় বাড়তি নজর দেওয়া হয়েছে।বাইডেনের যাতায়াতের জন্য মার্কিন প্রেসিডেন্টের সরকারি গাড়ি ‘দ্য বিস্টকে’ একটি বিশেষ বিমানে উড়িয়ে নিয়ে আসা হয়েছে। উচ্চক্ষমতাসম্পন্ন ও অত্যাধুনিক প্রযুক্তিতে মোড়া এই ক্যাডিলাক গাড়িতেই রাজধানীর রাজপথে যাতায়াত করবেন মার্কিন প্রেসিডেন্ট।

ভারত সরকারের তরফে আমেরিকার প্রেসিডেন্টের জন্য ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যার একদম বাইরের বৃত্তে থাকছে আধাসামরিকবাহিনীর জওয়ানরা। মধ্যবর্তী বৃত্তে থাকবে এসপিজি কমান্ডোরা। আর একদম ভিতরের অংশে গোয়েন্দা বিভাগের দক্ষ এজেন্টরা ঘিরে থাকবেন বাইডেনকে। এই বলয় ভেদ করা কার্যত অসম্ভব বলেই দাবি নিরাপত্তা উপদেষ্টাদের। যে হোটেলগুলিতে রাষ্ট্রনেতারা থাকবেন, সেখানেও বিশেষ আইডি কার্ড ইস্যু করে সবার ব্যাকগ্রাউন্ড খুঁটিয়ে দেখেই দেওয়া হচ্ছে প্রবেশাধিকার।

 

 

 

 

spot_img

Related articles

মাধ্যমিকের আগে অ্যাডমিট বিভ্রাট: কড়া পদক্ষেপ হাইকোর্টের

মাধ্যমিক পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড নিয়ে বিভ্রাট নতুন নয়। এবছরও তার ব্যতিক্রম হল না। ফের একবার কলকাতা হাই...

রাজ্যের ঘরোয়া উৎপাদন বাড়ল: সংসদে তথ্য পেশ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের

২০২৪-২৫ অর্থবর্ষে বর্তমান মূল্যে পশ্চিমবঙ্গের নেট রাজ্য ঘরোয়া উৎপাদন - এনএসডিপি ৯.৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬.৩২ লক্ষ কোটি...

আনন্দপুর-অগ্নিকাণ্ডে BJP-র দ্বিচারিতা: মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য মোদির, শুভেন্দু রাজ্যের কাছে চান ৫০ লাখ!

বিধানসভা নির্বাচনের আগে হওয়া গরম করতে বিজেপি নেতা ঘটনাস্থলে দাঁড়িয়ে মৃতদের পরিবার পিছু ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ...

পদ্মশ্রী টদ্দশ্রী‘-র পরে ‘Emni’ প্রসেনজিতের বাড়িতে দেব! ভুলবোঝাবুঝি সামলে দায়িত্বপালন জ্যেষ্ঠপুত্রের

একেবারে দেবের(Dev) সিগনেচার নেচার। খারাপ কথা বলে, আবার মন গলাতে ক্ষমা প্রার্থনা। বুধবার ইম্পার ডাকা স্ক্রিনিং কমিটির বৈঠকে...