Sunday, August 24, 2025

জি-২০ কাউন্ট-ডাউন শুরু, দিল্লিতে বাইডেনের ত্রিস্তরীয় নিরাপত্তা

Date:

Share post:

অপেক্ষা আর আর কয়েকঘণ্টার। শুরু কাউন্ট-ডাউন। জি-২০ সম্মেলনকে সামনে রেখে রাজধানী দিল্লির বুকে পা রাখতে শুরু করবেন দুনিয়ার তাবড় রাষ্ট্রনেতারা। প্রায় এক বছরের প্রস্তুতির চূড়ান্ত পর্যায়। এই প্রথম জি-২০ সম্মেলনের আতিথেয়তার দায়িত্বে ভারত। তাই নিরাপত্তায় কোনও ফাঁকফোকড় রাখতে চায় না কেন্দ্রীয় সরকার।

নিরাপত্তার বজ্র আঁটুনিতে প্রায় ১৩ হাজার পুলিশ, সেনা ও আধাসেনার ঘেরাটোপে থাকবে গোটা রাজধানী শহর। মোতায়েন করা হয়েছে অ্যান্টিড্রোন সিস্টেম। প্রগতি ময়দানে নেতা-মন্ত্রীদের গাড়ির জন্যও নো-এন্ট্রি লাগু করা হয়েছে।

আগামিকাল, দিল্লিতে এসে পৌঁছবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর নিরপত্তায় বাড়তি নজর দেওয়া হয়েছে।বাইডেনের যাতায়াতের জন্য মার্কিন প্রেসিডেন্টের সরকারি গাড়ি ‘দ্য বিস্টকে’ একটি বিশেষ বিমানে উড়িয়ে নিয়ে আসা হয়েছে। উচ্চক্ষমতাসম্পন্ন ও অত্যাধুনিক প্রযুক্তিতে মোড়া এই ক্যাডিলাক গাড়িতেই রাজধানীর রাজপথে যাতায়াত করবেন মার্কিন প্রেসিডেন্ট।

ভারত সরকারের তরফে আমেরিকার প্রেসিডেন্টের জন্য ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যার একদম বাইরের বৃত্তে থাকছে আধাসামরিকবাহিনীর জওয়ানরা। মধ্যবর্তী বৃত্তে থাকবে এসপিজি কমান্ডোরা। আর একদম ভিতরের অংশে গোয়েন্দা বিভাগের দক্ষ এজেন্টরা ঘিরে থাকবেন বাইডেনকে। এই বলয় ভেদ করা কার্যত অসম্ভব বলেই দাবি নিরাপত্তা উপদেষ্টাদের। যে হোটেলগুলিতে রাষ্ট্রনেতারা থাকবেন, সেখানেও বিশেষ আইডি কার্ড ইস্যু করে সবার ব্যাকগ্রাউন্ড খুঁটিয়ে দেখেই দেওয়া হচ্ছে প্রবেশাধিকার।

 

 

 

 

spot_img

Related articles

স্পনসরহীন জার্সিতেই এশিয়া কাপে সূর্যরা!

ভারতীয় ক্রিকেট দলের জার্সি (Indian Cricket team jersey) থেকে সরে যাচ্ছে ড্রিম ১১- এর (Dream11) বিজ্ঞাপন। এশিয়া কাপ...

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)'দ্য বেঙ্গল ফাইলস'-এর (The Bengal...

বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

বসিরহাটের স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে শনিবার বিকেলে বিএসএফ-এর (BSF) হাতে আটক হন...