Tuesday, August 26, 2025

শাহরুখে মজল সাউথ ইন্ডিয়া! ‘জওয়ান’-এর হাত ধরে দক্ষিণে দুরন্ত এন্ট্রি

Date:

দেশব্যাপী ‘জওয়ান’ জ্বর। মধ্যরাত থেকে শুরু করে বিকেল পর্যন্ত শাহরুখ খানের (Shahrukh Khan)নতুন ছবি ঘিরে উন্মাদনা কমার লেশমাত্র নেই। কলকাতা থেকে মুম্বই (Kolkata to Mumbai) সর্বত্রই একই ছবি। কিন্তু এবারের আকর্ষণ দক্ষিণ ভারত। কারণ পুরো সিনেমা জুড়েই দেশের দক্ষিণ ভারতের নানা ট্রিটমেন্ট চোখে পড়েছে। নায়িকা থেকে পরিচালক, সঙ্গীত থেকে অ্যাকশন ‘জওয়ান’ (Jawan)ঘিরে তুঙ্গে উন্মাদনা। এই ছবি যেন দক্ষিণে শাপমুক্তি ঘটাল বলিউডের (Bollywood)। কিং খানের দক্ষিণে দুরন্ত এন্ট্রি হল বলছেন সিনে বিশ্লেষকরা। সাধারণত মায়ানগরীতে বলিউড (Bollywood)তারকাদের নিয়ে যে উন্মাদনা, দক্ষিণ ভারতে গেলে সেই ভিড় দেখা যায় না। এতদিনের চেনা ছবির ভিড়ে ব্যতিক্রম ‘জওয়ান’। থালাইভার ছবিতে যেমন পাগলামি দেখা যায় এই বার সেটাই দেখা গেল জওয়ানের ক্ষেত্রে। চেন্নাইয়ে ‘জওয়ান’ ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার আগে প্রেক্ষগৃহের সামনে রাখা বিশালাকার শাহরুখের পোস্টারে ফুলের মালা পরালেন অনুরাগীরা, সঙ্গে আবার দুধ দিয়ে প্রিয় হিরোকে স্নান করাতে দেখা গেল এদিন। এমনকী, শাহরুখের কায়দায় হাত ছড়িয়ে, গোটা চেন্নাইয়ে বাজিগরের ম্যাজিক। সমাজমাধ্যমে ভাইরাল সেই ভিডিও।

চলতি বছরের শুরুতেই যখন ‘ পাঠান’ (Pathan)রিলিজ করে তখন দেশের সর্বত্র রেকর্ড বিজনেস হলেও দক্ষিণ ভারতে শাহরুখ ক্যারিশ্মা চলেনি। কিন্তু ‘ জওয়ান’ এখানেও রেকর্ড করল। এই সিনেমাকে রীতিমতো বরণ করে আপন করে নিলেন দক্ষিণী অনুরাগীরা। শুধু হিন্দি নয়, তামিল, তেলুগুর মতো দক্ষিণী ভাষাতেও মুক্তি পেয়েছে শাহরুখের ছবি। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী তারকা নয়নতারা (Nayantara)এবং বিজয় সেতুপতি। বিশেষ একটি চরিত্রে আছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। অ্যাটলির পরিচালনার পাশাপাশি নয়নতারা এবং বিজয়কে নিয়েও উৎসাহিত দক্ষিণী দর্শকেরা। ফলে, দক্ষিণ ভারতে আরও বেশি সাড়া পাচ্ছে ‘জওয়ান’।

Related articles

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...

বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা দেওয়ার নির্দেশ জেলাশাসকদের

বন্যায়(Flood) যে সমস্ত বাড়ি ভেসে যাচ্ছে তার তালিকা তৈরি করে মুখ্যসচিবের(Chief Secratory) কাছে দেওয়ার জন্য জেলাশাসকদের নির্দেশ দিলেন...

১৯ হাজার কোটি ব্যয়ে ৯১ কোটি শ্রম দিবস

কেন্দ্র বঞ্চনা করে। বাংলা করে উন্নয়ন। একশো দিনের কাজে বাংলার বকেয়া দেয়নি কেন্দ্র। তারপরই কেন্দ্রের তোয়াক্কা না করে...
Exit mobile version