Sunday, November 16, 2025

প্রকাশিত আইএসএল-এর সূচি, একনজরে দেখে নেওয়া কবে কার বিরুদ্ধে খেলবে ইস্ট-মোহন

Date:

আজই প্রকাশিত হয়েছে ২০২৩-২৪ আইএসএল-এর সূচি। ISL শুরু ২১ সেপ্টেম্বর, প্রথম ম‍্যাচে মুখোমুখি কেরালা ব্লাস্টার্স বনাম বেঙ্গালুরু এফসি। ২৩ সেপ্টেম্বর প্রথম ম্যাচ খেলতে নামবে মোহনবাগান সুপার জায়েন্ট। তাঁদের প্রথম ম্যাচ আই লিগ থেকে আইএসএল-এ ওঠা পাঞ্জাব এফসি। ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ২৫ সেপ্টেম্বর। সেদিন লাল-হলুদ মুখোমুখি হবে জামশেদপুর এফসি। ২৮ অক্টোবর আইএসএল-এর প্রথম ডার্বি। যুবভারতীতে মুখোমুখি হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ২৯ ডিসেম্বর অবধি প্রকাশ করা হয়েছে সূচি।

 

একনজরে দেখে নেওয়া যাক আইএসএল-এর প্রথম লেগে কবে কোন দলের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল

২৫ সেপ্টেম্বর যুবভারতীতে জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল। ৩০ সেপ্টেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে খেলতে নামবে লাল-হলুদ। ৪ অক্টোবর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলবে কার্লোস কুয়াদ্রাতের দল। ২১ অক্টোবর যুবভারতীতে এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গল। ২৮ অক্টোবর ফের যুবভারতীতে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের বিরুদ্ধে খেলবে কার্লোস কুয়াদ্রাতের দল।

৪ নভেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গল। এরপর ২৫ নভেম্বর চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে নামবে লাল-হলুদ ব্রিগেড। সেই ম‍্যাচটি হবে জহরলাল নেহেরু স্টেডিয়াম চেন্নাইয়ে। ৪ ডিসেম্বর ইস্টবেঙ্গল যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলবে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। ৯ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল। ১৬ ডিসেম্বর মুম্বই ফুটবল এরিনাতে মুম্বই সিটি এফসির মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। এরপর ২২ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা এফসির মুখোমুখি হবে লাল হলুদ ব্রিগেড।

এবার একনজরে দেখে নেওয়া যাক আইএসএল-এর প্রথম লেগে কবে কোন দলের বিরুদ্ধে খেলবে মহনবাগান

২৩ সেপ্টেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলবে মোহনবাগান। ২৭ সেপ্টেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলবে জুয়ান ফেরান্দোর দল। ৭ অক্টোবর জহরলাল নেহেরু স্টেডিয়ামে চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে খেলবে সবুজ মেরুন ব্রিগেড। ২৮ অক্টোবর যুবভারতীতে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলবে সবুজ-মেরুন ব্রিগেড।

১ নভেম্বর জামশেদপুরের টাটা স্পোর্টস কমপ্লেক্স-এ জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলবে মোহনবাগান। নভেম্বর মাসে মোহনবাগান দল আইএসএলে এই একটি ম্যাচই খেলবে। ২ ডিসেম্বর হায়দরাবাদ বালাযোগি অ্যাথলেটিক স্টেডিয়ামে হায়দরাবাদ এফসির মুখোমুখি হতে চলেছে মোহনবাগান। ৬ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা এফসির বিরুদ্ধে খেলবে মোহনবাগান। ১৫ ডিসেম্বর ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হবে মোহনবাগান। এরপর ২০ ডিসেম্বর মুম্বই ফুটবল এরিনাতে মুম্বই এফসির মুখোমুখি হবে সবুজ মেরুন ব্রিগেড। ২৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে মোহনবাগান। ২৭ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলবে মোহনবাগান।

আরও পড়ুন:রবিবার ফের ভারত-পাক মহারণ, ম‍্যাচ ঘিরে অনিশ্চয়তা কেন?

 

 

 

 

 

Related articles

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...
Exit mobile version