Wednesday, August 27, 2025

তথ্য জানার অধিকার আইনে আবেদন করেও মিলল না উত্তর! মণিপুর ইস্যুতে মুখে কুলুপ মোদি সরকারের

Date:

মণিপুর (Manipur) নিয়ে কোনও তথ্যই জানাল না কেন্দ্রীয় সরকার (Central Govt)। চারমাস ধরে গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মণিপুর। এখনও পর্যন্ত মণিপুরের হিংসায় ১৬০ জনের মৃত্যু এবং ১০ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। আইন অনুযায়ী বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ১৫ দিন অন্তর রাষ্ট্রপতির দফতর (President Bhawan) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের (Union Home Affairs) দফতরে পৌঁছে যায় গোয়েন্দা রিপোর্ট। আর সেই আইন উল্লেখ করে তথ্য জানার অধিকার আইনে (RTI) মণিপুর থেকে আসা তথ্য জানতে চেয়েছিলেন আরটিআই কর্মী ভেঙ্কটেশ নায়েক। যদিও তাঁর আবেদনের কোনও জবাব কেন্দ্রের তরফে মেলেনি বলেই খবর।

ভেঙ্কটেশ নায়েকের বক্তব্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে তাঁকে আরটিআইয়ের জবাবে জানানো হয়েছে, দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা, নিরাপত্তা, বৈজ্ঞানিক এবং অর্থনৈতিক পরিস্থিতি প্রভাবিত করে এমন কোনও তথ্য কোনও নাগিরককে দিতে বাধ্য নয় সরকার। এছাড়াও ভিন দেশ বা একটি রাজ্যের সঙ্গে অপর রাজ্যের সম্পর্ক খারাপ হতে পারে, এমন কোনও তথ্য কোনও নাগরিককে জানাতে বাধ্য নয় কেন্দ্রীয় সরকার। তাঁর আরও অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রকের পাশাপাশি রাষ্ট্রপতি ভবনের তরফেও কোনও তথ্য দেওয়া হয়নি। পাশাপাশি মণিপুর থেকে মোট কতগুলি রিপোর্ট এসেছে তাও স্পষ্ট করে জানানো হয়নি।

তবে স্বরাষ্ট্রভবন যেখানে দেশের অখণ্ডতা, নিরপত্তার কারণ উল্লেখ করেছে, সেখানে রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে, এ সম্পর্কে তাঁদের দফতরে কোনও তথ্য নেই। আর তাতেই বাড়ছে জল্পনা।

 

 

 

 

 

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version