Tuesday, November 11, 2025

রাজ্যপালের নোটিশ উল্লেখ করে শিক্ষামন্ত্রীর বৈঠকে যোগ না দেওয়ার নির্দেশ  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের

Date:

উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘর্ষের মধ্যেই ফের নতুন বিতর্ক৷ আগামিকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের নিয়ে একটি বৈঠক ডেকেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷কিন্তু জানা গিয়েছে, রাজ্যের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের এই বৈঠকে যেতে “বারণ” করেছেন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যেরা। ইতিমধ্যেই কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের তরফে সেই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের নির্দেশ দিয়ে বলা হয়েছে, ‘আপনারা আগামিকাল অফিসের অন্য কোনও কাজ করতে বাইরে যেতেই পারেন। কিন্তু বৈঠকে যোগ দেবেন না।’

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর একটি নির্দেশিকা জারি করা হয়েছিল রাজভবনের তরফে৷ সেই নির্দেশিকায় বলা হয়েছিল, ‘আচার্যের পর বিশ্ববিদ্যালয়গুলির সার্বভৌম অধিকর্তা হলেন উপাচার্যই। তাঁর অধীনস্থ বিশ্ববিদ্যালয়ের কর্মীরা তাঁরই নির্দেশ মেনে কাজ করবেন। সরকার তাঁদের নির্দেশ দিতেই পারে। কিন্তু সেই নির্দেশ তাঁরা মানতে বাধ্য নন।জানা গিয়েছে, এদিন বৈঠকে যোগ না দেওয়ার পিছনের ‘কারণ’ হিসাবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যেরা ২ সেপ্টেম্বরের রাজভবনের সেই নির্দেশিকার কথাই উল্লেখ করেছেন।

গত ৩১ অগাস্ট রাজ্যপাল সি ভি আনন্দ বোস জানিয়েছিলেন, যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য নেই, পরবর্তী উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি নিজেই সেই দায়িত্ব পালন করবেন৷ এরপরেই আবার গত ৪ সেপ্টেম্বর রাজ্যের সঙ্গে আলোচনা না করেই রাজ্যের ১৬টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল৷ এরপর মঙ্গলবার মধ্যরাতে কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তিকালীন উপাচার্যও নিয়োগ করেন তিনি।

 

 

 

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version