হিংসা, ধর্ম ও বিভাজনের রাজনীতিকে ছুড়ে ফেলে উন্নয়নের রাজনীতিকে আপন করে নিয়েছে ধূপগুড়ি(Dhupguri)। বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে ধুয়ে মুছে ধূপগুড়ির রঙ এখন সবুজ। এই সাফল্যের খবর প্রকাশ্যে আসার পর ধূপগুড়িকে ধন্যবাদ জানালেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(TMC)। একইসঙ্গে যাদের অক্লান্ত প্ররিশ্রমে ধূপগুড়িতে তৃণমূলের এই বিপুল সাফল্যে সেই তৃণমূল কর্মীদের স্যালুট জানালেন তৃণমূল সাংসদ।

ক্রিকেটের ভাষায় রীতিমতো ব্যাকফুটে গিয়ে ধূপগুড়িতে ছয় হাকিয়েছে তৃণমূল কংগ্রেস। ২০২১ সালে ৪হাজার ভোটের ব্যবধানে ধূপগুড়ি কেন্দ্রের দখল নিয়েছিল বিজেপি। শুক্রবার নির্বাচনের ফল প্রকাশ্যে আসার পর দেখা যায় সেই ৪ হাজার ভোটই তৃণমূলবাসীকে ফিরিয়ে দিয়েছে ধূপগুড়িবাসী। ৪ হাজার ৩৫৫ ভোটে এই কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গের তৃণমূলের এই জয় নিঃসন্দেহে ঘাসফুলের মনোবল আরও শক্ত হল। উত্তরের এই কেন্দ্রে তৃণমূলের জয়ের খবর প্রকাশ্যে আসার পর টুইট করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি লেখেন, “ধূপগুড়িবাসীকে অসংখ্য ধন্যবাদ ঘৃণা ও ধর্মান্ধতার রাজনীতিকে দূরে সরিয়ে উন্নয়নের রাজনীতিকে গ্রহণ করার জন্য। পাশাপাশি আমি স্যালুট জানাই সেই সকল তৃণমূল কর্মীকে যারা এতদিন ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন, মানুষের মাঝে গিয়ে জনসংযোগ করেছেন। আমরা ধূপগুড়ির সর্বাত্মক উন্নয়ন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত আমরা থামব না। জয় বাংলা।” এর পাশাপাশি ধূপগুড়িতে তৃণমূলের জয় প্রসঙ্গে জয়ী প্রার্থী নির্মল চন্দ্র রায় জানালেন, “আমাদের নেত্রীর আশীর্বাদে জয়লাভ করেছি। আত্মবিশ্বাস থেকেই জয়লাভ।”

Thank you #Dhupguri, for embracing the politics of development over hatred and bigotry. Saluting every AITC worker for their tireless efforts in connecting with the people. We’re committed to leaving no stone unturned in ensuring Dhupguri’s all-round development. 🙏🏻
জয় বাংলা 💪🏻
— Abhishek Banerjee (@abhishekaitc) September 8, 2023