Sunday, November 9, 2025

বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের সুশাসন! স্বাধীনতার ৭৬ বছর পর গ্রামে জল নিয়ে আসা ডিএমকে রাতারাতি বদলি

Date:

Share post:

স্বাধীনতার ৭৬ বছর পর গ্রামে পানীয় জলের পাইপলাইন বসেছিল। সৌজন্যে জেলাশাসক। প্রথম যেদিন সেই পাইপলাইন দিয়ে গ্রামে জল এলো, গ্রামবাসীদের নিয়ে ‘জলপূজন’ও করেছিলেন জেলাশাসক। কিন্তু সেখানে আমন্ত্রিত ছিলেন না সাংসদ বা বিধায়ক। জেলাশাসকের এই ‘অমার্জনীয় অপরাধ’-এর কথা মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে জানান জেলা বিজেপির এক সহ সভাপতি। ফলস্বরূপ ২৪ ঘন্টার মধ্যে জেলাশাসককে প্রথমে বাধ্যতামূলক প্রতিক্ষায়, পরে অন্য জেলায় বদলি করা হলো। শুধু তাই নয়, চারদিনের মধ্যে পানীয় জলের পাইপলাইন ভেঙে দেয় দুস্কৃতিকারীরা। বর্তমানে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ আপাতত বন্ধ।

এই হচ্ছে উত্তরপ্রদেশে বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের সুশাসন। সুশাসনের এই কাহিনী পূর্ব উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার আধা-শুষ্ক পাহাড়ের চূড়ায় অবস্থিত প্রত্যন্ত গ্রাম লাহুরিয়া দহ। গত ৭৬ বছর ধরে গ্রামের মানুষের পানীয় জলের প্রয়োজন মেটে ট্যাঙ্কার, যা জনপ্রতি ১৫-৩০ লিটার জল সরবরাহ করে, প্রায় ১ কিলোমিটার দূরে একটি ছোট “ঝর্না” এবং একটি কূয়া। কৌশলেন্দ্র কুমার গুপ্ত, দেবহাট পঞ্চায়েতের প্রধান। এই পঞ্চায়েতের অধীনে ১৫ টি গ্রামের মধ্যে একটি লাহুরিয়া দহ। সংবাদমাধ্যমকে পঞ্চায়েত প্রধান বলেছেন, আমি ২০২১ সালে প্রধান হবার পর স্থানীয় বিধায়ক, সাংসদ কে বার বার চিঠি দিয়ে পানীয় জলের সমস্যার কথা বলেছি, কিন্তু মিথ্যা আশ্বাস ছাড়া কিছু পাইনি। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে দিব্যা মিত্তাল জেলা শাসক পদে যোগ দেন। আমি তাকে চিঠি লিখি। উনি ২ নভেম্বর লাহুরিয়া দহ পরিদর্শন করে পানীয় জলের পাইপ লাইন বসানোর আশ্বাস দেন।”

গত ৩০ আগস্ট লাহুরিয়া দহ-তে জেলা শাসকের উপস্থিতিতে পাইপলাইন দিয়ে জল সরবরাহ শুরু হয়। সরকারি দলের অনুপস্থিতিতে ‘জলপূজন’ মেনে নিতে পারেননি স্থানীয় বিজেপি নেতা ও দলের জেলা সহ-সভাপতি বিপুল সিং। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কে লিখিতভাবে অভিযোগ জানান জেলাশাসকের বিরুদ্ধে। ‘সুশাসক’ মুখ্যমন্ত্রী সময় নষ্ট না করে দিব্যা মিত্তাল কে প্রথমে বাধ্যতামূলক অপেক্ষায় এবং পরে পাঠিয়ে দেন পূর্ব উত্তরপ্রদেশের বস্তি’র জেলা শাসক পদে। যেদিন মির্জাপুরের দায়িত্ব ছেড়ে বস্তি’র উদ্দেশ্যে রওনা হন দিব্যা মিত্তাল, লাহুরিয়া দহ’র মানুষ পাঁচটা গাড়ি ভাড়া করে এসেছিলেন জেলা শাসকের দফতরে তাদের প্রিয় ‘ডিএম ম্যাডাম’ কে বিদায় জানাতে।

আরও পড়ুন- র.ণক্ষেত্র রানিনগর, মিছিলের নামে পুলিশের সঙ্গে ‘দাদাগিরি’ অধীরের!

spot_img

Related articles

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...