Thursday, July 3, 2025

অমিতাভ বচ্চনের পর এবার সচিনকে বিশেষ সম্মান বিসিসিআইয়ের

Date:

অমিতাভ বচ্চনের পর এবার সচিন তেন্ডুলকর। ভারতের প্রাক্তন ক্রিকেটারকে বিশেষ সম্মান দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের পর এবার গোল্ডেন টিকিট তুলে দেওয়া হল  সচিন তেন্ডুলকরকে। এদিন এমনটাই জানান হল বিসিসিআইয়ের তরফ থেকে। আগামী অক্টোবর মাসে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ৫ অক্টোবর থেকে শুরু ক্রিকেটের এই মেগা টুর্নামেন্ট। বিশ্বকাপের টিকিট বিক্রিও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে। আর এরই মধ‍্যে অমিতাভ বচ্চনের পর সচিন তেন্ডুলকরকে বিশেষ সম্মান দিলেন বিসিসিআই সচিব জয় শাহ।

এদিন এই নিয়ে বিসিসিআইয়ের তরফ একটি ছবি পোস্ট করে লেখা হয়, “ক্রিকেট এবং জাতির জন্য একটি অনন্য মুহূর্ত! আমাদের বিশেষ অতিথিদের  জন্য গোল্ডেন টিকিট অংশ হিসেবে, এদিন বিসিসিআই সচিব জয় শাহ ভারতরত্ন শ্রী সচিন তেন্ডুলকরকে গোল্ডেন টিকিট তুলে দিলেন। ক্রিকেটের শ্রেষ্ঠত্ব এবং জাতীয় গর্বের প্রতীক, সচিন তেন্ডুলকারের ক্রিকেটিয় যাত্রা প্রজন্মকে অনুপ্রাণিত করে।”

আসন্ন একদিনের ক্রিকেট বিশ্বকাপের জন্য গোল্ডেন টিকিট তৈরি করেছে বিসিসিআই। বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের দেওয়া হবে এই টিকিট। এই টিকিট থাকলে বিশ্বকাপের সব ম্যাচ দেখতে পাবেন। বিগ বি-র হাতে প্রথম গোল্ডেন টিকিট তুলে দিয়েছিলেন জয় শাহ। দ্বিতীয় টিকিটটি পেলেন সচিন। শুক্রবার সকালে সচিনের বাড়িতে যান জয়। তাঁর হাতে গোল্ডেন টিকিট তুলে দেওয়ার ছবি ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নেয় বিসিসিআই। এই টিকিট অবশ্য সাধারণ ক্রীড়াপ্রেমীরা পাবেন না। শুধু বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের জন্যই এই টিকিট তৈরি করেছে বিসিসিআই। দেশের মাটিতে আয়োজিত বিশ্বকাপে এভাবেই বিশিষ্টদের আমন্ত্রণ জানাচ্ছেন বোর্ড কর্তারা। আগামী ৫ অক্টেবর থেকে শুরু হবে একদিনের বিশ্বকাপ।

আরও পড়ুন:রবিবার সুপার ফোরে ভারত-পাক ম‍্যাচেও বৃষ্টির ভ্রুকুটি, বিশেষ ব‍্যবস্থা এসিসি-র

 

 

 

 

Related articles

সিদ্ধান্ত নেবে ট্রাস্ট, হস্তক্ষেপের অধিকার নেই কারও: দালাই লামার উত্তরসূরি নিয়ে চিনকে কড়া বার্তা ভারতের

দালাই লামার (Dalai Lama) উত্তরসূরি কে হবেন, তা নিয়ে ফের দানা বাঁধল আন্তর্জাতিক কূটনৈতিক উত্তেজনা। সম্প্রতি তিনি ঘোষণা...

TAI ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ইসকনের রথদর্শন করে ঐক্য-সাম্য-শান্তির বার্তা মুখ্যমন্ত্রীর

এবার নবনির্মিত জগন্নাথ মন্দিরের রথযাত্রায় (RathYatra) উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, TAI ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে...

গিলের দ্বিশতরান, ইংল্যান্ডের মাটিতে ইতিহাস ভারত অধিনায়কের

দলের সবচেয়ে কঠিন সময়ে হাল ধরলেন। সেইসঙ্গেই ইংল্যান্ডের মাটিতে তৈরি করলেন নতুন ইতিহাস। সুনীল গাভাসকর (Sunil Gavaskar) থেকে...

সিদ্দিকুল্লা চৌধুরীর কনভয় ঘিরে দফায় দফায় বিক্ষোভ-কালো পতাকা!

রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর (Siddiqulla Chowdhury) কনভয় ঘিরে দফায় দফায় বিক্ষোভ। বৃহস্পতিবার সকাল থেকে উত্তেজনা ছড়াল পূর্ব...
Exit mobile version