Saturday, August 23, 2025

দ.লিত বলেই আমন্ত্রিত নন! জি-২০’র নৈশভোজে খাড়গেকে না ডাকায় বি.স্ফোরক কংগ্রেস

Date:

জি ২০ সম্মেলনের (G20) ঠিক প্রাক্কালে শনিবারই নৈশভোজের (Dinner) আয়োজন করেছেন রাষ্ট্রপতি (President)। দিল্লির প্রগতি ময়দান কমপ্লেক্সের ‘ভারত মন্ডপমে’ হাজির হবেন আমন্ত্রিতরা। আর সেখানেই আমন্ত্রণ পেলেন না কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক। তবে কেন আমন্ত্রণ পেলেন না মল্লিকার্জুন? তামিলনাড়ুর কংগ্রেস নেতা মোহন কুমারমঙ্গলের (Mohan Kumarmangal) অভিযোগ, শুধুমাত্র দলিত হওয়ার কারণেই আমন্ত্রণ পাননি খাড়গে।

জানা গিয়েছে, শনিবার অর্থাৎ ৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নেতৃত্বে যে বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে, তাতে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রীরা আমন্ত্রণ পেলেও, আমন্ত্রণ পাননি মল্লিকার্জুন খাড়গে। এমনটাই দাবি করা হয়েছে খাড়গের অফিসের তরফে। তবে কংগ্রেস নেতার অফিসের তরফে জানানো হয়েছে, জি-২০ নৈশভোজে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেকে আমন্ত্রণ জানানো হয়নি। তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং দেশের সবথেকে বড় বিরোধী রাজনৈতিক দলের সভাপতি। তবে অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা আমন্ত্রণ পেলেও খাড়গেকে কেন আমন্ত্রণ জানানো হয়নি, তা নিয়ে প্রশ্ন তোলা হয়। আর এমন প্রশ্ন ওঠার পরই কার্যত চাপে পড়ে কেন্দ্রের সাফাই, শুধুমাত্র আমন্ত্রণ জানানো হয়েছে সরকারের সব দফতরের মন্ত্রী, শীর্ষস্তরের আমলা, সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালদের। সেই সঙ্গে ওই নৈশভোজে আমন্ত্রিত ৫০০ জন শিল্পপতি। সেই তালিকায় রাজনৈতিক নেতাদের কোনও ঠাঁই নেই।

তবে, বিদেশি নেতাদের সম্মানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নৈশভোজ ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক। আমন্ত্রণপত্রে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’-র পরিবর্তে উল্লেখ করা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’। যা নিয়ে সরব হয়েছে বিরোধী দলগুলি। কেন্দ্রীয় সরকার দেশের নাম ‘ইন্ডিয়া’-র পরিবর্তে ‘ভারত’ করার চেষ্টা করছে বলে অভিযোগ করা হয়। মোদি বিরোধী জোটের নাম ‘ ইন্ডিয়া’ হওয়ায়, সরকারের এই সিদ্ধান্ত বলে দাবি করেছেন বিরোধীরা।

 

 

 

 

 

 

 

Related articles

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...
Exit mobile version