Monday, November 10, 2025

তৃণমূলের ধূপগুড়ি জয়: বাংলায় INDIA মানেই TMC, দাবি কুণালের! CPM শ.য়তানের দা.লাল, কটাক্ষ দেবাংশুর

Date:

উপনির্বাচনে ধূপগুড়ি আসনটি বিজেপির থেকে ছিনিয়ে নিল তৃণমূল। অন্যদিকে সিপিএমের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তৃণমূলের নির্মলচন্দ্র রায় যেখানে ৯৬ হাজার ৯৬১টি ভোট পেয়েছেন, সেখানে কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থীর প্রাপ্ত ভোট ১৩ হাজার ৬৬৬। বিজেপির তাপসী রায় পেয়েছেন, ৯২ হাজার ৬৪৮টি ভোট। তৃণমূলের জয়ী প্রার্থীর সঙ্গে তাঁর ফারাক ৪ হাজার ৩১৩ ভোটের।

কিন্তু এই হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার মধ্যে কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায় খড়কুটোর মতো উড়ে গিয়েছেন। তাঁর জানানত বাজেয়াপ্ত হয়েছে। এবারও বামের ভোট গিয়েছে রামে। কিন্তু সিপিএম ও কংগ্রেস কেন্দ্রের মোদি বিরোধী INDIA জোটের শরিক হয়েও জোট ধর্ম পালন করেনি। প্রচারে গিয়ে মহম্মদ সেলিম, অধীর চৌধুরী যৌথ সমাবেশ করে তৃণমূলকে আক্রমণ করেছিলেন। হাল যা হওয়ার তাই হয়েছে। জিততে পারবে না জেনেও বিজেপির সুবিধা করে দিতে প্রার্থী দিয়েছিল বামেরা, তাদের সমর্থন করেছিল এই রাজ্যের অধীর কংগ্রেস। এই রিপোর্ট দিল্লিতে যাবে। কংগ্রেস হাইকমান্ড দেখবে। ফলে লোকসভা ভোটে এ রাজ্যে কংগ্রেসের লড়াইটা আরও কঠিন হয়ে যাবে না।

অন্যদিকে, এদিন ধূপগুড়ি উপনির্বাচনের ফলাফল বের হওয়ার পর স্বভাবসিদ্ধ ভাবেই সিপিএম ও এ রাজ্যের অধীর কংগ্রেসকে কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, “বাংলায় TMC মানেই INDIA. INDIA মানেই TMC. CPM লজ্জা হয় না?”। একইসঙ্গে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে নির্লজ্জ্ব-বেহায়া বলেও সম্মোধন করেন কুণাল।

আরও পড়ুন- দ.লিত বলেই আমন্ত্রিত নন! জি-২০’র নৈশভোজে খাড়গেকে না ডাকায় বি.স্ফোরক কংগ্রেস

আবার দলের ফলাফলে উচ্ছ্বসিত হলেও INDIA’ শরিক দুই দল, কংগ্রেস ও সিপিএমের পারফরম্যান্স নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। টুইটারে তিনি লেখেন, ‘INDIA জোটের প্রকাশ্য বিরোধিতার শাস্তি পেলেন বাম-কংগ্রেসের রাজ্য নেতারা। পঞ্চায়েতের সাময়িক উত্থানে ইতি পড়ল উপনির্বাচনে। উপরওয়ালা শয়তানের আগে শয়তানের দালালদের শাস্তি দেন।”

 

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version