Thursday, May 22, 2025

দিল্লিতে মুখ্যমন্ত্রী থাকবেন চাণক্যপুরীর নতুন বঙ্গভবনে,শনিবার রাজ্যপালের গন্তব্যও একই!  

Date:

জি-২০ শীর্ষ সম্মেলন উপলক্ষে রাষ্ট্রপতির আয়োজিত নৈশভোজে যোগ দিতে এক দিন আগেই দিল্লি পৌঁছচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।শুক্রবার সন্ধ্যায় তিনি নামবেন দিল্লি বিমানবন্দরে। নৈশভোজ শনিবার। তার এক দিন আগেই মমতা দিল্লি আসছেন, কারণ শীর্ষ সম্মেলনের জন্য শনিবার থেকে উড়ান চলাচলে কিছু বিধিনিষেধ রয়েছে।দিল্লিতে তৃণমূল নেত্রী থাকবেন চাণক্যপুরীর নতুন বঙ্গভবনে। বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে তাঁর সংঘাতের আবহে আগামিকাল দিল্লি আসবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোসও। তিনিও উঠবেন বঙ্গভবনেই।

জানা গিয়েছে, নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শনিবার রাতেই দেখা করতে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মুম্বইয়ে ইন্ডিয়া জোটের বৈঠকে কেজরিওয়ালের সঙ্গে মমতাকে দেখা গিয়েছিল। এছাড়া আরও অনেকে আসতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে বলে শোনা যাচ্ছে। সেখানে এক বাড়িতে থাকতে গেলে দেখা হয়ে যেতেই পারে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের। তবে দেখা করার কোনও সরকারি সূচি নেই।

তাৎপর্যপূর্ণ ভাবে আগামিকালই দিল্লিতে পৌঁছবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একান্ত বৈঠক। শনিবারের নৈশভোজে অন্য রাষ্ট্রনেতাদের পাশাপাশি হাসিনাও উপস্থিত থাকবেন। মমতার সঙ্গে তাঁর ওই নৈশভোজেই দেখা হবে।  জি ২০ বৈঠকে উপস্থিত রাষ্ট্রনেতাদের সম্মানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওই নৈশভোজের আয়োজন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সব সদস্য, সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ করা হয়েছে সেখানে।

 

 

 

Related articles

অনুর্ধ্ব-১৯ ভারতীয় দলে সূর্যবংশী ও আয়ূশ

আইপিঅএলের(IPL) মঞ্চে দুরন্ত পারফরম্যান্স। তারই পুরস্কার পেলেন এবার বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। ইংল্যান্ড সফরের জন্য ভারতের অনুর্ধ্ব-১৯ দলে(U-19 India...

কিস্তওয়ারে সেনা-জঙ্গি গুলির লড়াই, অপারেশন ত্রাশিতে নিকেশ ২ জঙ্গি

পহেলগাম হামলার (Pahelgam Attack) পর থেকে ভূস্বর্গে একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনা (Indian Army)। ভারত-...

দলেরই মহিলাকে গণধর্ষণের পরে মুখে প্রস্রাব-বিষাক্ত ইঞ্জেকশন, বিজেপি বিধায়কের বিরুদ্ধে FIR

চূড়ান্ত ন্যাক্কারজনক ঘটনা! কর্নাটকে (Karnatak) নিজেরই দলের মহিলা কর্মীকে গণধর্ষণ, মুখে প্রস্রাব করে দেওয়া ও বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে...

পুনর্বাসন ছাড়াই গরিবদের উচ্ছেদ, দেশজুড়ে ১০৩ অমৃত স্টেশনের উদ্বোধন মোদির

রেলের জায়গায় পুনর্বাসন ছাড়াই গরিব পরিবারগুলিকে তুলে দিয়ে অমৃত ভারত স্টেশন। বৃহস্পতিবার রাজস্থানের বিকানেরে থেকে ভার্চুয়াল ১০৩ অমৃত...
Exit mobile version