Thursday, August 21, 2025

আইপিঅএলের(IPL) মঞ্চে দুরন্ত পারফরম্যান্স। তারই পুরস্কার পেলেন এবার বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। ইংল্যান্ড সফরের জন্য ভারতের অনুর্ধ্ব-১৯ দলে(U-19 India Team) সুযোগ পেলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন ১৪ বর্ষীয় এই তরুণ ক্রিকেটার। এক ম্যাচেই গড়েছিলেন বহু রেকর্ড। তারই পুরস্কার পেলেন তিনি। সেইসঙ্গে অনুর্ধ্ব-১৯ ভারতীয় দলের অধিনায়ক হলেন চেন্নাই সুপার কিংসের আয়ূস মার্তে(Ayush Mharte)। আগামী ২৭ জুন থেকে শুরু হবে এই সফর। ইংল্যান্ড অনুর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে পাঁচটি ওডিআই ম্যাচ এবং দুটো মাল্টি ডে ম্যাচ খেলবে ভারতীয় অনুর্ধ্ব-১৯ দল।

এবারের আইপিএলে এই দুই তরুণ ক্রিকেটার সকলের নজর কেড়েছে। বিশেষ করে বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। এবারের আইপিএলে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছ এই ১৪ বর্ষীয় কিশোর। আইপিএলের মঞ্চে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে যেমন প্রথমবার সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন তিনি। তেমনই এবারের আইপিএলে দ্রুততম ক্রিকেটার হিসাবে সেঞ্চুরির রেকর্ডও গড়েছিল এই কিশোর ক্রিকেটার। সেই সময় থেকেই বৈভব সূর্যবংশী আলোচনায় উঠে এসেছিল।

এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে ৭ ম্যাচে ২৫২ রান করেছেন বৈভব সূর্যবংশী। নিজের পারফরম্যান্স দেখানোর পর থেকেই তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা। এবার নিজের পারফরম্যান্সেরই পুরস্কার পেলেন বৈভব সূর্যবংশী। অনুর্ধ্ব -১৯ দলের জার্সিতে ইংল্যান্ডের মাটিতেই অভিষেক হতে চলেছে তাঁর।

অন্যদিকে চেন্নই সুপার কিংসের হয়ে আয়ূশ মার্তের(Ayush Mharte) পারফরম্যান্স নজর কেড়েছে সকলের। বিশেষ করে চেন্নাই সুপার কিংসের হয়ে ওপেনিংয়ে প্রতি ম্যাচেই কার্যত নিজেকে প্রমাণ করেছেন এই তরুণ ক্রিকেটার। চেন্নাইয়ের হয়ে কেরিয়ারের প্রথম আইপিএলেই আয়ূশের সর্বোচ্চ রান ৯৪। সেইসঙ্গে চেন্নাইয়ের হয়ে ৬ ম্যাচে ২০৬ রানও রয়েছে আয়ূশ মার্তের। তাঁকেও বেছে নিয়েছেন নির্বাচকরা। বৃহস্পতিবার ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version