Thursday, May 22, 2025

আইপিঅএলের(IPL) মঞ্চে দুরন্ত পারফরম্যান্স। তারই পুরস্কার পেলেন এবার বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। ইংল্যান্ড সফরের জন্য ভারতের অনুর্ধ্ব-১৯ দলে(U-19 India Team) সুযোগ পেলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন ১৪ বর্ষীয় এই তরুণ ক্রিকেটার। এক ম্যাচেই গড়েছিলেন বহু রেকর্ড। তারই পুরস্কার পেলেন তিনি। সেইসঙ্গে অনুর্ধ্ব-১৯ ভারতীয় দলের অধিনায়ক হলেন চেন্নাই সুপার কিংসের আয়ূস মার্তে(Ayush Mharte)। আগামী ২৭ জুন থেকে শুরু হবে এই সফর। ইংল্যান্ড অনুর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে পাঁচটি ওডিআই ম্যাচ এবং দুটো মাল্টি ডে ম্যাচ খেলবে ভারতীয় অনুর্ধ্ব-১৯ দল।

এবারের আইপিএলে এই দুই তরুণ ক্রিকেটার সকলের নজর কেড়েছে। বিশেষ করে বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। এবারের আইপিএলে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছ এই ১৪ বর্ষীয় কিশোর। আইপিএলের মঞ্চে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে যেমন প্রথমবার সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন তিনি। তেমনই এবারের আইপিএলে দ্রুততম ক্রিকেটার হিসাবে সেঞ্চুরির রেকর্ডও গড়েছিল এই কিশোর ক্রিকেটার। সেই সময় থেকেই বৈভব সূর্যবংশী আলোচনায় উঠে এসেছিল।

এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে ৭ ম্যাচে ২৫২ রান করেছেন বৈভব সূর্যবংশী। নিজের পারফরম্যান্স দেখানোর পর থেকেই তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা। এবার নিজের পারফরম্যান্সেরই পুরস্কার পেলেন বৈভব সূর্যবংশী। অনুর্ধ্ব -১৯ দলের জার্সিতে ইংল্যান্ডের মাটিতেই অভিষেক হতে চলেছে তাঁর।

অন্যদিকে চেন্নই সুপার কিংসের হয়ে আয়ূশ মার্তের(Ayush Mharte) পারফরম্যান্স নজর কেড়েছে সকলের। বিশেষ করে চেন্নাই সুপার কিংসের হয়ে ওপেনিংয়ে প্রতি ম্যাচেই কার্যত নিজেকে প্রমাণ করেছেন এই তরুণ ক্রিকেটার। চেন্নাইয়ের হয়ে কেরিয়ারের প্রথম আইপিএলেই আয়ূশের সর্বোচ্চ রান ৯৪। সেইসঙ্গে চেন্নাইয়ের হয়ে ৬ ম্যাচে ২০৬ রানও রয়েছে আয়ূশ মার্তের। তাঁকেও বেছে নিয়েছেন নির্বাচকরা। বৃহস্পতিবার ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই।

Related articles

সলমনের নিরাপত্তায় বড়সড় গলদ! দুদিনে দুজনের হানা গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে

নিরাপত্তার বেষ্টনী পেরিয়ে বলিউড ভাইজানের বাড়িতে বাইরের লোকের আনাগোনা! গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের (Galaxy Apartment)নিরাপত্তা বড় প্রশ্নের মুখে। গত কয়েকবছর...

নাচের ছন্দে পা ফেলে ১৭ বছরে ‘মঞ্জুশ্রী-র মুদ্রা’, বিভিন্ন নৃত্য শৈলীতে হল উদযাপন

যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন। বা বলা ভালো যিনি অভিনয় করেন তিনি দাপিয়ে নৃত্যানুষ্ঠান করেন। আর শুধু নাচ...

গ্রামীণ নিকাশি ব্যবস্থার উন্নয়নে জোর! জেলা – ব্লক আধিকারিকদের নিয়ে বৈঠকে গ্রামোন্নয়ন দফতর 

রাজ্যের গ্রামীণ এলাকায় নিকাশি ব্যবস্থার উন্নয়ন ও টেকসই পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আগামীকাল নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে এক...

আমন্ত্রণ থাকা সত্ত্বেও পার্বতী বাউলকে ঢুকতে দিল না আমেরিকা

বিশ্বমঞ্চে অপমানিত বিশ্বখ্যাত বাংলার বাউল শিল্পী। আমন্ত্রণ থাকা সত্ত্বেও পার্বতী বাউলকে (Parvathy Baul) নিজেদের দেশে ঢুকতে দিল না...
Exit mobile version