Thursday, November 6, 2025

ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলীপ-রিঙ্কুর, শান্তি কালী আশ্রমে প্রার্থনা

Date:

স্ত্রী রিঙ্কু ঘোষ মজুমদারকে নিয়ে আগরতলায় ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বুধবারই সস্ত্রীক আগরতলা পৌঁছেছেন তিনি। বৃহস্পতিবার সাতসকালে ত্রিপুরার শান্তি কালী আশ্রমে যুগলে (Dilip -Rinku) পুজো দেন। সেখানে থেকে  যান ত্রিপুরেশ্বরী মন্দিরে। স্ত্রীর বাকি জীবনটা যাতে শান্তিতে কাটে তার প্রার্থনা জানান দিলীপ।

আগে দিলীপ ঘোষের মন্তব্য চর্চায় থাকত। এখন চর্চায় তাঁর বিবাহ। হঠাৎ করেই বর্ষীয়ান বিজেপি নেতার বিয়ের খবর সামনে আসে। রিঙ্কু মজুমদারকে (Rinku Majumder) বিয়ের পরে ভালো-মন্দ নানা কথা শুনতে হয় তাঁকে। তবে, তার পরে আচমকা রিঙ্কুর প্রথমপক্ষের একমাত্র সন্তান সৃঞ্জয় দাশগুপ্তের মৃত্যুর ঘটনায় শোরগোল পড়ে যায়। শুরু হয় কাটাছেঁড়া। নেট নাগরিকদের একাংশ নিশানা করেন রিঙ্কুকেও। যদিও প্রাথমিক ভাবে জানা যায়, মাদকের কারণে শারীরিক অসুস্থতাতেই মৃত্যু হয়েছে সৃঞ্জয় ওরফে প্রীতমের। এই ঘটনার পরে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ঘোষ দম্পতি।
আরও খবর: কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, পুঞ্চে নিহত-আহতদের পরিবারকে সমবেদনা তৃণমূল প্রতিনিধি দলের

এসবের থেকে দূরে ব্যক্তিগত সময় কাটাতে স্ত্রীকে নিয়ে ত্রিপুরা গিয়েছেন দিলীপ। এদিন খুব ভোরে দিলীপ-রিঙ্কু (Dilip -Rinku) পুজো দেন শান্তি কালী আশ্রমে। সেখানে থেকে যান ত্রিপুরেশ্বরী মন্দিরে। সেখানে বিজেপির কর্মীরা তাঁদের স্বাগত জানান। ‘পদ্মশ্রী’ সম্মান প্রাপ্ত স্বামী চিত্ত মহারাজের আশীর্বাদ নেন যুগলে। স্ত্রীকে উদ্দেশ করে দিলীপ জানান, “ও জীবনে অনেক কষ্ট পেয়েছে। বাকি জীবনটা যেন শান্তিতে থাকতে পারেন।”

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...
Exit mobile version