Thursday, May 22, 2025

ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলীপ-রিঙ্কুর, শান্তি কালী আশ্রমে প্রার্থনা

Date:

স্ত্রী রিঙ্কু ঘোষ মজুমদারকে নিয়ে আগরতলায় ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বুধবারই সস্ত্রীক আগরতলা পৌঁছেছেন তিনি। বৃহস্পতিবার সাতসকালে ত্রিপুরার শান্তি কালী আশ্রমে যুগলে (Dilip -Rinku) পুজো দেন। সেখানে থেকে  যান ত্রিপুরেশ্বরী মন্দিরে। স্ত্রীর বাকি জীবনটা যাতে শান্তিতে কাটে তার প্রার্থনা জানান দিলীপ।

আগে দিলীপ ঘোষের মন্তব্য চর্চায় থাকত। এখন চর্চায় তাঁর বিবাহ। হঠাৎ করেই বর্ষীয়ান বিজেপি নেতার বিয়ের খবর সামনে আসে। রিঙ্কু মজুমদারকে (Rinku Majumder) বিয়ের পরে ভালো-মন্দ নানা কথা শুনতে হয় তাঁকে। তবে, তার পরে আচমকা রিঙ্কুর প্রথমপক্ষের একমাত্র সন্তান সৃঞ্জয় দাশগুপ্তের মৃত্যুর ঘটনায় শোরগোল পড়ে যায়। শুরু হয় কাটাছেঁড়া। নেট নাগরিকদের একাংশ নিশানা করেন রিঙ্কুকেও। যদিও প্রাথমিক ভাবে জানা যায়, মাদকের কারণে শারীরিক অসুস্থতাতেই মৃত্যু হয়েছে সৃঞ্জয় ওরফে প্রীতমের। এই ঘটনার পরে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ঘোষ দম্পতি।
আরও খবর: কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, পুঞ্চে নিহত-আহতদের পরিবারকে সমবেদনা তৃণমূল প্রতিনিধি দলের

এসবের থেকে দূরে ব্যক্তিগত সময় কাটাতে স্ত্রীকে নিয়ে ত্রিপুরা গিয়েছেন দিলীপ। এদিন খুব ভোরে দিলীপ-রিঙ্কু (Dilip -Rinku) পুজো দেন শান্তি কালী আশ্রমে। সেখানে থেকে যান ত্রিপুরেশ্বরী মন্দিরে। সেখানে বিজেপির কর্মীরা তাঁদের স্বাগত জানান। ‘পদ্মশ্রী’ সম্মান প্রাপ্ত স্বামী চিত্ত মহারাজের আশীর্বাদ নেন যুগলে। স্ত্রীকে উদ্দেশ করে দিলীপ জানান, “ও জীবনে অনেক কষ্ট পেয়েছে। বাকি জীবনটা যেন শান্তিতে থাকতে পারেন।”

Related articles

নির্বাচনে সচিবের পদে টুটু বোস লড়লে, আমি সরে দাঁড়াব: দেবাশিস

মোহনবাগান(Mohunbagan) নির্বাচনের দামামা বেজে গিয়েছে। দুই পক্ষই নেমে পড়েছে জোর প্রচারে। বৃহস্পতিবার ইস্তাহার প্রকাশ করেছে মোহনবাগানের শাসক গোষ্ঠী।...

পঞ্চদশ অর্থ কমিশন: কেন্দ্রের কাছে প্রথম কিস্তির ১,৭০০ কোটি টাকা দাবি রাজ্যের

চলতি অর্থবর্ষের শুরুতেই পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দের প্রথম কিস্তি হিসেবে কেন্দ্রের কাছে প্রায় ১,৭০০ কোটি টাকার দাবি জানাতে...

অমৃত ভারতের প্রকল্পের আওতায় রাজ্যের তিন স্টেশনের ভার্চুয়াল উদ্বোধন মোদির

অমৃত ভারত প্রকল্পের (Amrit Bharat Station Scheme)আওতায় ২৫ হাজার কোটি টাকা খরচ করে ৬৫০টি স্টেশন নতুন করে সাজানোর...

ফের বাংলাকে বঞ্চনা, ইডেনে ম্যাচ সরানো রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিতঃ অরূপ

আইপিএলের(IPL) ফাইনাল কলকাতা থেকে আহমেদাবাদে সরানোর সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ বাংলার ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Arup Biswas)। এদিন বিসিসিআই(BCCI) ও...
Exit mobile version