Saturday, May 3, 2025

পুজোয় এবার বড় চমক, মুখ্যমন্ত্রীর কথায় ও সুরে মুক্তি পাচ্ছে ‘জন্মদিনের গান’!

Date:

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM of West Bengal Mamata Banerjee) বরাবরই সাহিত্য সংস্কৃতির নানা আঙ্গিকে নিজেকে জড়িয়ে রাখেন। বিভিন্ন সময়ে সঙ্গীত চর্চা (Music ) করতে দেখা যায় তাঁকে। যদিও তিনি কখনই এই সব নিয়ে খুব একটা বেশি প্রচার চান না। কিন্তু এবারের পুজোয় (Durga Puja) মুখ্যমন্ত্রীর কথা এবং সুরে সম্পূর্ণ নতুন আটটি গান মুক্তি পেতে চলেছে। ইতিমধ্যে ছয়টি গান রেকর্ড করা হয়ে গেছে। তবে যে দুটি গানের রেকর্ডিং বাকি আছে সেখানে অন্যতম আকর্ষণ ‘হ্যাপি বার্থডে’র বাংলা ভার্সন, যা তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্বয়ং।

বাংলার মুখ্যমন্ত্রী নানা কাজে বিভিন্ন সফরে যাওয়ার সময়, তাঁর যাত্রাপথের মাঝে এই গানগুলি লিখেছেন বলে জানা যাচ্ছে।কখনও হেলিকপ্টারে বসে, কখনও বা বিমানে এই গানের সৃষ্টি । একটি করে গান লেখা হয়েছে আর তা তিনি পাঠিয়েছেন মন্ত্রী-গায়ক ইন্দ্রনীল সেনকে। মুখ্যমন্ত্রীর কথা ও সুরে ‘শুভ-জন্মদিন’ গানটি বাঙালির কাছে হাজির হতে চলেছে এই পুজোতে। এদিন গানটি বিধানসভার অধিবেশন শেষ হওয়ার পর নিজের ঘরে গুনগুন করছিলনে মমতা বন্দ্যোপাধ্যায়। সামনে উপস্থিত মন্ত্রী ইন্দ্রনীলকে দু’লাইন গাইতে বললে তিনি গেয়ে শোনান। জানা যায়, গানটির একটি ইতিহাস আছে। এর আগে স্কটল্যান্ডে যাওয়ার সময় মুখ্যসচিব মলয় দে’র জন্মদিন ছিল। বিদেশ সফরের সেই দিনেই গানটি একরকম তৈরি হয়ে যায়। নতুন আঙ্গিকে সেই গান এবার শ্রোতাদের কাছে হাজির হচ্ছে দুর্গা পুজোর মরশুমে। এমনিতেই মুখ্যমন্ত্রীর গাওয়া গান সব সময় হিট। অনেক প্রথিতযশা শিল্পী তাঁর কথায় ও সুরে গান গেয়েছেন। সম্প্রতি টেলি অ্যাকাডেমির মঞ্চে সিরিয়ালের জনপ্রিয় গান লেখার জন্য তাঁর নাম ঘোষণা হলেও তিনি পুরস্কার নিতে অস্বীকার করেন।

Related articles

আইএএস-আইপিএসদের নয়া ইউনিফায়েড পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজ্যের

সর্বভারতীয় ক্যাডারের অন্তর্গত আইএএস, আইপিএস সহ অন্যান্য আধিকারিকদের জন্য রাজ্য সরকার নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পের (Unified Pension Scheme)...

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...
Exit mobile version