Tuesday, November 11, 2025

পুজোয় এবার বড় চমক, মুখ্যমন্ত্রীর কথায় ও সুরে মুক্তি পাচ্ছে ‘জন্মদিনের গান’!

Date:

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM of West Bengal Mamata Banerjee) বরাবরই সাহিত্য সংস্কৃতির নানা আঙ্গিকে নিজেকে জড়িয়ে রাখেন। বিভিন্ন সময়ে সঙ্গীত চর্চা (Music ) করতে দেখা যায় তাঁকে। যদিও তিনি কখনই এই সব নিয়ে খুব একটা বেশি প্রচার চান না। কিন্তু এবারের পুজোয় (Durga Puja) মুখ্যমন্ত্রীর কথা এবং সুরে সম্পূর্ণ নতুন আটটি গান মুক্তি পেতে চলেছে। ইতিমধ্যে ছয়টি গান রেকর্ড করা হয়ে গেছে। তবে যে দুটি গানের রেকর্ডিং বাকি আছে সেখানে অন্যতম আকর্ষণ ‘হ্যাপি বার্থডে’র বাংলা ভার্সন, যা তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্বয়ং।

বাংলার মুখ্যমন্ত্রী নানা কাজে বিভিন্ন সফরে যাওয়ার সময়, তাঁর যাত্রাপথের মাঝে এই গানগুলি লিখেছেন বলে জানা যাচ্ছে।কখনও হেলিকপ্টারে বসে, কখনও বা বিমানে এই গানের সৃষ্টি । একটি করে গান লেখা হয়েছে আর তা তিনি পাঠিয়েছেন মন্ত্রী-গায়ক ইন্দ্রনীল সেনকে। মুখ্যমন্ত্রীর কথা ও সুরে ‘শুভ-জন্মদিন’ গানটি বাঙালির কাছে হাজির হতে চলেছে এই পুজোতে। এদিন গানটি বিধানসভার অধিবেশন শেষ হওয়ার পর নিজের ঘরে গুনগুন করছিলনে মমতা বন্দ্যোপাধ্যায়। সামনে উপস্থিত মন্ত্রী ইন্দ্রনীলকে দু’লাইন গাইতে বললে তিনি গেয়ে শোনান। জানা যায়, গানটির একটি ইতিহাস আছে। এর আগে স্কটল্যান্ডে যাওয়ার সময় মুখ্যসচিব মলয় দে’র জন্মদিন ছিল। বিদেশ সফরের সেই দিনেই গানটি একরকম তৈরি হয়ে যায়। নতুন আঙ্গিকে সেই গান এবার শ্রোতাদের কাছে হাজির হচ্ছে দুর্গা পুজোর মরশুমে। এমনিতেই মুখ্যমন্ত্রীর গাওয়া গান সব সময় হিট। অনেক প্রথিতযশা শিল্পী তাঁর কথায় ও সুরে গান গেয়েছেন। সম্প্রতি টেলি অ্যাকাডেমির মঞ্চে সিরিয়ালের জনপ্রিয় গান লেখার জন্য তাঁর নাম ঘোষণা হলেও তিনি পুরস্কার নিতে অস্বীকার করেন।

Related articles

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...
Exit mobile version