Thursday, November 13, 2025

MSME জাতীয় সম্মেলনে পুরস্কৃত হল কোহসা অ্যানালিটিক্স

Date:

কোহসা অ্যানালিটিক্স, উন্নত প্রযুক্তিগত পরিষেবার সঙ্গে যুক্ত সংস্থাটি আজ দেশজুড়ে প্রসিদ্ধ। চলতি বছরে সংস্থাটি জি বিজনেস এমএসএমই (MSME) জাতীয় শীর্ষ সম্মেলনে মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেল কোহসা অ্যানালিটিক্স।গত ২৮শে অগাস্ট 2023-এ নয়া দিল্লিতে অনুষ্ঠিত এই সম্মেলনে কোহসা অ্যানালিটিক্সকে তাদের কাজর জন্য সংবর্ধনা সহ পুরস্কার প্রদান করা হয়।এই সংস্থাটিকে “পরিবেশের জন্য প্রভাবশালী টেকসই সমাধান”-এর পুরস্কারে ভূষিত করা হয়েছে।

আরও পড়ুন:পুজোয় এবার বড় চমক, মুখ্যমন্ত্রীর কথায় ও সুরে মুক্তি পাচ্ছে ‘জন্মদিনের গান’!

জি বিজনেস এমএসএমই ন্যাশনাল সামিট এবং অ্যাওয়ার্ডস হল একটি নামজাদা প্ল্যাটফর্ম যা দেশের অর্থনীতির উদ্ভাবন এবং বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।মাইক্রো, স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ (এমএসএমই) এর কৃতিত্বগুলিকে স্বীকৃতি এবং উদযাপন করার জন্য নিবেদিত এই সংস্থাটি বিভিন্ন ছোট ,মাঝারি, বড় সংস্থাগুলিকে দেশের কাছে তুলে ধরে। এরফলে সব ধরণের সংস্থা ভালো কাজ করার সুবাদে সকলের কাছে পরিচিতি পায়। যা কর্মীদের অনুপ্রেরণা জোগায়।
গোটা দেশের একাধিক সংস্থাকে পেছনে ফেলে নিজেদের সংস্থার সাফল্যের পেছনে একার প্রচেষ্টার বদলে সংস্থার কর্মীদের সকলের প্রচেষ্টাকেই তুলে ধরেছেন কোহসা অ্যানালিটিক্সের প্রতিষ্ঠাতা মিসেস শ্রেষ্ঠা চট্টোপাধ্যায় ।তিনি বলেন,”আমি এই স্বীকৃতির জন্য সত্যিই আনন্দিত। তবে, এই পুরস্কারটি কোহসা অ্যানালিটিক্স দলের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন।”
কোহসা অ্যানালিটিক্স ধারাবাহিকভাবে শিল্পে তার শ্রেষ্ঠত্ব প্রদর্শন করেছে এবং তাদের উল্লেখযোগ্য অবদানের জন্য একাধিক প্রশংসা অর্জন করেছে। টেকসই সমাধানের ক্ষেত্রে তার ব্যতিক্রমী অবদানের কথা তুলে ধরে মিসেস শ্রেষ্ঠা চ্যাটার্জির জন্য ইটি উইমেন অ্যাস্পাইরিং লিডার অ্যাওয়ার্ড সহ তাদের অতীতের সাফল্যের উপর ভিত্তি করেই এই স্বীকৃতি।

সামনের দিকে তাকিয়ে, কোহসা অ্যানালিটিক্স একটি ভবিষ্যতের কল্পনা করে যেখানে স্থায়িত্ব এবং প্রকৌশলের ক্ষেত্রে তাদের অগ্রণী প্রচেষ্টা অগ্রগতির অনুপ্রেরণা অব্যাহত রাখবে। সংস্থাটির অভিনব ভাবনার দরুণ ভবিষ্যতে পরিবেশের ক্ষেত্রে আরও সুদূরপ্রসারী এবং অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version