Friday, August 22, 2025

চাঁদে রাত যত গভীর হচ্ছে ততই যেন কনকনে ঠাণ্ডায় ডুবে যাচ্ছে দক্ষিণ মেরু (South Pole)। ১৪ দিন এই আবহাওয়া সহ্য করে ফের উঠে দাঁড়ানো মুশকিল। আপাতত বিক্রম এবং প্রজ্ঞান (Vikram & Pragyan) নিজেদের কাজ সেরে এখন নিদ্রাচ্ছন্ন। কিন্তু দুসপ্তাহ ধরে এই শীত সহ্য করে আবার জেগে উঠতে পারবে কি নাকি চিরঘুমের দেশেই পাড়ি জমাবে ভারতের অহংকারের চন্দ্রযান ৩ (Chandrayaan 3), সেই প্রশ্ন এখন বিজ্ঞানীদের মনে। যদিও এই নিয়ে ইসরো (ISRO)প্রকাশ্যে কোনও বিবৃতি দিতে চাইছে না। তবে চাপা টেনশন কাজ করছে তাঁদের মনেও। সত্যি যদি ঘুরে দাঁড়ান যায় মানে প্রজ্ঞান এবং বিক্রম আবার কাজ করতে শুরু করে তাহলে সেটা যে সত্যি বিজ্ঞানের কাছে এক বিস্ময় হয়ে দাঁড়াবে তা আর বলার অপেক্ষা রাখে না।

 

জুলাই মাসের ১৪ তারিখে ভারতের মাটি ছেড়ে চাঁদের বাড়ির দিকে রওনা দেয় ভারতের চন্দ্রযান ৩। সব বাধা বিপত্তিকে অতিক্রম করে নির্ধারিত সময়ে গত ২৩ অগাস্ট সন্ধ্যা ৬ টা ৪ মিনিটে সফল অবতরণ হয় তার। সেই থেকে টানা ১২ সিন নানা ছবি আর তথ্য পাঠিয়েছে এই যান। চাঁদের মাটিতে অবতরণ করার পর সেখানে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে প্রজ্ঞান স্পষ্ট করে দিয়েছে, চাঁদে অক্সিজেন ছাড়াও সালফার, ক্যালসিয়াম, লোহা, ক্রোমিয়াম, টাইটানিয়াম, ম্যাঙ্গানিজ ও অ্যালুমিনিয়াম সহ বিভিন্ন খনিজের উপস্থিতি রয়েছে। কিন্তু এবার বড় পরীক্ষা প্রজ্ঞানের। গবেষণা বলছে চাঁদের উপরের ২ সেন্টিমিটার স্তরের নিচ থেকে ৮ সেন্টিমিটার নামলেই তাপমাত্রার পার্থক্য দাঁড়ায় ৬০ ডিগ্রি সেলসিয়াস। আসলে উদ্বেগের জায়গা তৈরি করেছে তাপমাত্রার পার্থক্য। চাঁদে দিন আর রাতের তাপমাত্রার পারদের আকাশ পাতাল তফাৎ। চাঁদের নিরক্ষীয় অঞ্চলে দিনের বেলায় তাপমাত্রার পারদ পৌঁছে যায় ২৫০ ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ ১২০ ডিগ্রিসেলসিয়াস। আর রাতে সেটাই হয় -১৩০ ডিগ্রি। চাঁদের মেরুর কাছাকাছি যে সকল জায়গা রয়েছে সেখানেই এই তাপমাত্রা আরও কয়েকগুণ নেমে যায়। সে ক্ষেত্রে তাপমাত্রা নেমে দাঁড়ায় হয়ে -২৩৫ ডিগ্রি সেলসিয়াস। তাই প্রতিমুহূর্তে ISRO পরীক্ষা করতে চাইছে বিক্রম আর প্রজ্ঞানকে। ২২ সেপ্টেম্বর যখন চাঁদের দক্ষিণ মেরুতে পুনরায় সূর্যের আলো পড়বে , তখন এদের জাগিয়ে তোলার এক মরিয়া চেষ্টা করবেন বিজ্ঞানীরা। তাই আপাতত রিসিভার অন রেখে বাকি সমস্ত মেশিনপত্র স্লিপ মোডে রাখা হয়েছে বলে খবর।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version